Advertisment
Presenting Partner
Desktop GIF

Kashmera Shah Accident : রক্তমাখা জামা! ভয়াবহ দুর্ঘটনার কবলে গোবিন্দার কাছের মানুষ

kashmera shah : বিদেশ ভয়াবহ দুর্ঘটনার কবলে কাশ্মিরা শা। সোশ্যাল মিডিয়ায় রক্তমাখা জামার ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যা দেখলে শিউরে উঠবেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
ভয়াবহ দুর্ঘটনার কবলে গোবিন্দার কাছের মানুষ

ভয়াবহ দুর্ঘটনার কবলে গোবিন্দার কাছের মানুষ

ভোটের প্রচারে অসুস্থ হয়ে তড়িঘড়ি মুম্বই ফিরে এসেছেন গোবিন্দা। তার কিছুদিন আগেই নিজের পিস্তল থেকেই ভুলবশত পায়ে গুলি লেগে দশটি সেলাই পড়েছে। ফের বলিউডে খারাপ খবর। মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন গোবিন্দার ভগ্না বউ। এই মুহূর্তে লস এঞ্জলসে রয়েছেন কাশ্মিরা শা। সেখানেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন কৃষ্ণা অভিষেকের স্ত্রী কশ্মিরা শা। সোশ্যাল মিডিয়ায় রক্তমাখা পোশাকের ছবি পোস্ট করে খারাপ খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। যে ছবি দেখলে গা শিউরে উঠবে। স্ত্রীর পোস্ট করা ছবির কমেন্ট বক্সে দুঃখপ্রকাশ করে কৃষ্ণা লিখেছেন, 'ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে তুমি ঠিক আছ'। এছাড়াও কাছের মানুষজন, পরিবার পরিজন ও সোশ্যাল মিডিয়ার সদস্যরাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Advertisment

কী ভাবে এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে বিশদে কিছু জানাননি। তবে রক্তাত জামাকাপড়ের ছবি পোস্ট করে ভগবানকে ধন্যবাদ জানিয়ে কাশ্মিরা লেখেন, 'আমাকে বাঁচানোর জন্য ভগবানের কাছে আমি কৃতজ্ঞ। সত্যিই কী মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল। আরও অনেক বড় বিপদ ঘটতে পারত। অল্পের উপর দিয়ে বিপদ কাটাল। আশা করি আর ভয়ের কিছু নেই। জীবনের প্রতিটি মুহূর্তই খুব দামি। আমার পরিবারকে খুব মিস করছি।'

কাশ্মিরার পোস্টে রাজেশ খট্টর লিখেছেন, হে ভগবান! কী করে এটা ঘটল? আশা করি এখন সব ঠিক আছে। কেশর মার্চেন্ট চিন্তিত হয়ে বলেছেন, তুমি সুস্থ আছ তো? দীপশিখা নাগপাল লিখেন, এটা কী? হে ভাগবান! তাড়াতাড়ি ফিরে এসো। কমেন্ট বক্সে পূজা ভাট, তানাজ ইরানি সহ আরও অনেকেই কশ্মিরার শারীরিক অবস্থা জানতে চেয়েছেন। উল্লেখ্য, কশ্মিরা বিদেশে থাকলেও গত ৭ নভেম্বর দুই ছেলে কৃষ্ণা অভিষেকের সঙ্গে মুম্বই ফিরে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় স্বামী-স্ত্রী প্রায়ই মজার রিল রিল শেয়ার করেন। অনেক সময় সঙ্গে থাকে তাঁদের দুই ছেলে।

আরও পড়ুন: খসে পড়ল পথের পাঁচালীর আরেকটি পাতা, প্রয়াত সত্যজিতের 'দুর্গা' উমা দাশগুপ্ত

Bollywood Couple Bollywood News bollywood movie bollywood actress
Advertisment