Pather Panchali Uma dasgupta Death : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি পথের পাঁচালী। বইয়ের পাতার সেই গল্পকেই সেলুলয়েডে চিত্রনাট্যের আকার দিয়েছিলেন কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায়। প্রবাদপ্রতীম শিল্পী সত্যজিৎ রায়ের সেই কালজয়ী সৃষ্টি দেশ থেকে বিদেশের মাটিতে আজও সমাদৃত। সেই ছবিতে ছোট্ট দুর্গীর চরিত্রটা নিশ্চয়ই মনে আছে? সাদা-কালো ব্যাকগ্রাউন্ডে অপু-দুর্গার সেই চরিত্র এতগুলো বছর পরও সকলের মনের ক্যানভাসে আজও রঙিন। দুর্গার চরিত্রে অভিনয় করেছিলেন আজকের বর্ষীয়ান অভিনেত্রী উমা দাশগুপ্ত। সেই প্রাণোচ্ছ্বল হাসি সত্যিই ভোলার নয়। বর্তমানে লাইমলাইটের অন্তরালে চলে গেলেও তাঁর কালজয়ী ছবির দুর্গা চরিত্রটা কোনওদিন ভুলবে না দর্শক। কিন্তু, ১৮ নভেম্বর সব শেষ! না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তী অভিনেত্রী উমা দাশগুপ্ত।
প্রবীণ অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা-বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, 'উমাদির মেয়ে মায়ের ফ্ল্যাটে এসেছিল। আমি তখন অ্যাসেম্বলি যাব বলে বেরচ্ছিলাম। তখনই উমাদির মেয়ে বলল, মা আজ চলে গেল।।' উল্লেখ্য, দীর্ঘদিন মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়েছেন উমা দেবী। অবশেষে জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন।
সোমবার সকাল ৮.১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সত্যজিতের উমা। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই প্রয়াত হন পথের পাঁচালির 'দুর্গা', উমা। প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসেই উমা দাশগুপ্তের মৃত্যুর ভুয়ো খবর রটে যায়। আচমকা সোশ্যাল মিডিয়ায় রটে যায়, পথের পাঁচালীর দুর্গা ওরফে উমা দাশগুপ্ত আর নেই! এই খবর রটে যেতেই শোরগোল পড়ে যায়। পরে জানা যায়, তিনি ভাল আছেন। উমা দাশগুপ্তের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিলেন, তিনি শান্তিনিকেতন থেকে সদ্যই ফিরেছেন।
পরে জানা যায়, তিনি ভাল আছেন। উমা দাশগুপ্তের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিলেন, তিনি শান্তিনিকেতন থেকে সদ্যই ফিরেছেন। প্রসঙ্গত, শৈশব থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। তিনি যে স্কুলে পড়তেন সেখানে প্রধানশিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল। আর সেই শিক্ষকের সুবাদেই মাণিকবাবু আবিষ্কার করেছিলেন পথের পাঁচালীর দুর্গা উমা দাশগুপ্তকে। তবে উমার বাবা কিন্তু, মোটেই চাননি তিনি সিনেদুনিয়ায় আসুক। পরে উমার পরিবারকে রাজি করিয়ে নেন পরিচালক সত্যাজিৎ রায়।
আরও পড়ুন: রবিবাসরীয় দুপুরে ভাত ঘুম নয়, কী ভাবে সময় কাটাচ্ছেন নুসরত?