Salim Merchant on Pahalgam Terror Attack: 'ভীষণ ঘেন্না হচ্ছে..', কাশ্মীর হত্যার পর ইসলামের পাঠ পড়ালেন ভারতীয় সুরকার সেলিম

Salim Merchant on Pahalgam Terror Attack: সুরকার সেলিম মার্চেন্ট। সেই দিনের ঘটনা প্রচন্ড রেগে আছেন তিনি। তাঁর থেকেও বড় কথা তিনি প্রচন্ড অস্বস্তিতে রয়েছেন ধর্মের এই লড়াই দেখে।

Salim Merchant on Pahalgam Terror Attack: সুরকার সেলিম মার্চেন্ট। সেই দিনের ঘটনা প্রচন্ড রেগে আছেন তিনি। তাঁর থেকেও বড় কথা তিনি প্রচন্ড অস্বস্তিতে রয়েছেন ধর্মের এই লড়াই দেখে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Kashmir pahalgam terror attack 2025 salim merchant reaction on it

কী এমন বললেন সুরকার? Photograph: (Instagram)

 Salim Merchant on Pahalgam Terror Attack: রক্তাক্ত ভূস্বর্গ কে দেখে সারা দেশ কেঁপে উঠেছে। অস্ত্রহীন নিরীহ মানুষের প্রাণ গেছে, জঙ্গিহানায়। প্রাথমিক সূত্রে খবর, এই ঘটনার পর কাশ্মীর যাওয়ার প্রতি মানুষের আতঙ্ক ক্রমশ বাড়ছে। এমনকি সুত্র মারফর খবর, অমুসলিমদের নিশানা করা হয়। এমন সব দৃশ্য সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যা দেখে ঘুম উড়েছে মানুষের। এমনকি, তারকারাও এই নিয়ে সরব হয়েছেন। সেদিনের ঘটনায় যেন ধর্মের লড়াই শুরু হয়ে গেছে গোটা দেশজুড়ে।

Advertisment

এই ঘৃণ্য ঘটনার পর, সারা দেশের মানুষ ধিক্কার জানিয়েছেন। তারকারাও বারবার ভারত সরকারকে অনুরোধ করেছেন যেন, যোগ্য জবাব তারা দিতে পারেন। গতকাল রাতে মোদি সরকার বৈঠকের পর নানান সিদ্ধান্ত নিয়েছে। দেশের হিন্দু-মুসলিম নির্বিশেষে, এ প্রতিবাদে অংশ নিয়েছেন। অন্যদিকে রয়েছেন সুরকার সেলিম মার্চেন্ট ( Salim Marchent )। সেই দিনের ঘটনা প্রচন্ড রেগে আছেন তিনি। তাঁর থেকেও বড় কথা তিনি প্রচন্ড অস্বস্তিতে রয়েছেন ধর্মের এই লড়াই দেখে। তিনি নিজে ইসলাম ধর্মাবলম্বী। এই কারণেই সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

Rupanjana Mitra on Pahalgam Terror Attack 2025: কাশ্মীরে পা রেখেই জ…

দীর্ঘদিন ভারতের মানুষকে বহু সুন্দর গান তিনি উপহার দিয়েছে। তাই আজ যখন, ধর্মের নিরিখে নানা কথা বলা হচ্ছে, ইসলামের রীতিনীতি নিয়ে তিনি এমন এক বক্তব্য রাখলেন, যাতে বেশিরভাগ তাঁকে সহমত জানালেন। পহেলগাঁওতে ঘটে যাওয়া ঘটনা সাংঘাতিক দুর্ভাগ্যের। শুধু তাই নয়, যারা এই কান্ড ঘটিয়েছেন, তাঁদের নিয়ে কী বলছেন সেলিম? ইসলাম আসলেই কী শেখায়? সেই নিয়েই নিজের বক্তব্য রাখলেন...

Advertisment

তিনি বলছেন, "পহেলগাওতে ( Pahalgam Terror Attack ) যে নির্দোষ মানুষগুলো প্রাণ হারিয়েছে, তারা কি এ কারণেই প্রাণ হারিয়েছে যে তারা হিন্দু বরং মুসলিম নন? সেই জঙ্গি টা কি আসলেই মুসলিম? না বরং তারা টেররিস্ট। কারণ ইসলামে সব শেখায় না। কোরআন শরীফ এ কথার বড় বড় করে উল্লেখ আছে, ধর্মের ক্ষেত্রে কোনও জোরজবরদস্তি নেই। একজন মুসলিম হিসেবে আমার ঘেন্না হচ্ছে, যেই দিনটা আমাকে দেখতে হলো। আমার হিন্দু ভাই বোনেদের এত নির্মমতার সঙ্গে হত্যা করা হলো এটা ভাবনাতীত। কারণ শুধু এটাই তারা হিন্দু। কবে যে শেষ হবে এসব? কাশ্মীরে যারা বাস করেন তারা শেষ দু-তিন বছরে খুব সুন্দর ভাবে বাস করছিলেন। তাদের জীবনে আবারো সেই একই সমস্যা দেখা দিল। ভাবতে পারছিনা কিভাবে আমার রাগ এবং ক্ষোভ দুটোই শেয়ার করব।"

pahalgam terror attack Pahalgam Bollywood News bollywood songs