/indian-express-bangla/media/media_files/2025/04/23/KSkuxfZjZoDowHVk5Gyr.png)
দেখুন তো আগে দেখেছেন কিনা এই ছবিগুলি... Photograph: ( ফাইল)
War Based Movies: কাশ্মীর আজ শোকে আচ্ছন্ন। তাঁর সঙ্গে সঙ্গে ভারতের প্রায় প্রতিটা মানুষের মুখে আজ একই কথা : ঘুরতে গিয়ে এহেন পরিণতি হবে? পহেলগাঁও যে দৃশ্য দেখিয়ে দিল গোটা দেশকে, তাতে চমকে উঠতে হয়। বলে বলে গুলি চালানো, কাশ্মীরের ( Kashmir Pahalgam Attack 2025 ) বুকে দেখা গেল। লাল লহূতে রেগে উঠল গোটা বাগান। কিন্তু, কাশ্মীর এবং পাকিস্তান জঙ্গিদের শায়েস্তা করার গল্পও কম নেই। বিশেষ করে সিনেমার ক্ষেত্রে। খেয়াল করলে দেখা যাবে, এহেন ছবি অনেক হয়েছে যেখানে ভারতীয় সৈন্য তাঁদের ঘরের ঢুকে মেরেছে এবং শহীদ পর্যন্ত হয়েছে।
একঝলকে দেখে নেওয়া যাক, কাশ্মীর সীমান্ত নিয়ে নির্মিত কোন কোন ছবি দেখলে রক্ত গরম হয়ে যেতে পারে। এমন ছবিগুলো দেখে নিন তো, আপনি আগে দেখেছেন কিনা?
লক্ষ্য ( Lakshya ): হৃতিক রোশন অভিনীত এই ছবি লক্ষ্য, কাশ্মীর এবং পাকিস্তানকে কীভাবে নাকের জলে চোখের জলে করেছিলেন করণ শেরগিল - সেই নিয়েই এই গল্প। এই ছবিতে পাকিস্তানের পাহাড়ের চূড়ায় থাকা ঘাঁটিকে ভেঙে গুড়িয়ে দেওয়া নিয়ে গল্প।
উরি ( Uri The Surgical Strike ): এই ছবিতে ভিকি কৌশল, পরেশ রাওয়াল, মোহিত রায়না ও ইয়ামি গৌতম এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ২০১৬ সালের উরি আক্রমণের প্রতিশোধের একটি নাটকীয় ঘটনা এই চলচ্চিত্রে দেখানো হয়েছে। এই চলচ্চিত্রটিতে ভারতীয় সেনাবাহিনী মেজর বিহান সিং শেরগিল এর ভূমিকা দেখানো হয়েছে।
বর্ডার ( Border ): এই ছবি যারা দেখেননি, তাঁরা মিস করেছেন চরম কিছু। এবং এই ছবিতে ৭১ এর ইন্দো পাক যুদ্ধের উল্লেখ করা হয়েছিল। এই ছবি দেখলে ভারতের সেনাদের জন্য যেমন গর্ব হবে, ঠিক তেমনই গা রিরি করে উঠবে। শুধু তাই নয়, এই ছবি দারুণ জনপ্রিয় হয়ে ওঠে সেসময় এবং আজকের দিনেও।
স্কাই ফোর্স ( Sky Force ): ইন্দো পাক এয়ারফোর্স লড়াইয়ের প্রেক্ষাপট এই ছবির। এই ছবিতে যেমন রাজনীতি দেখানো হয়েছে ঠিক তেমনই দেখানো হয়েছে, যুদ্ধনীতি ও অফিসারদের বুদ্ধির কারণে কত কি ঘটতে পারে।