Taslima Nasrin on Pahalgam Attack 2025: কাশ্মীরের ভয়ঙ্কর ঘটনায় সারা দেশ আজ শোকে আচ্ছন্ন। যেভাবে নিরীহ মানুষগুলো প্রাণ হারিয়েছে, তারপর আর কেউ প্রশ্নের জায়গা পাচ্ছেন না। মানুষ আজ ভীণষ স্তব্ধ-ভারাক্রান্ত। এবং তাঁর থেকেও বড় কথা, ন এক সুন্দর সবুজ গালিচায় যে নিস্পাপ মানুষের রক্ত লেগে থাকবে সেকথা ভাবতেও পারছেন না কেউ। আর এই নিয়েই সমাজ মাধ্যমে লিখলেন তসলিমা নাসরিন।
পড়শি দেশের এই লেখিকা এখন ভারতনিবাসী। তিনি বাংলাদেশ ছেড়েছেন প্রায় অনেকদিন হল। শুধু তাই নয়, নানা দেশের নানা প্রসঙ্গে তিনি নিজের মতামত রাখেন। কালকের ঘটনা দেখার পর যেন আরও নিজেকে ধরে রাখতে পারলেন না। এমনিও বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। কিন্তু, কাশ্মীরে যা ঘটেছে তারপর সেখানের সন্ত্রাস এবং জঙ্গি-হানা নিয়ে আরও জোরাল হচ্ছে পরিস্থিতি। প্রাথমিক সুত্রে খবর, মুলত অ-মুসলিম পর্যটকদের নিশানা করেই গুলি চালানো হয়।
Kashmir Based Top 5 Films: শব্দ জড়িয়ে যাবে, কাশ্মীর জড়িত এই ৫টি ছবি …
এবং এই ঘৃণ্য কাণ্ডের প্রতিক্রিয়া স্বরূপ তসলিমা যা নয় তাই বললেন ইসলাম নিয়ে। তিনি লিখছেন, "ইসলাম যতদিন বেঁচে থাকবে, ততদিন সন্ত্রাস বেঁচে থাকবে। ইসলাম যতদিন বেঁচে থাকবে, ততদিন অমুসলিমদের কোনও নিরাপত্তা থাকবে না, মুক্তচিন্তক এবং যুক্তিবাদীদের কোনও নিরাপত্তা থাকবে না, নারীর কোনও নিরাপত্তা থাকবে না।"
এখানেই থামলেন না তিনি। বরং আরও বললেন, "ইসলাম যতদিন বেঁচে থাকবে, ফুল শুকিয়ে যেতে থাকবে, শিশুরা মরে যেতে থাকবে, বৃষ্টির মতো ঝরে পড়তে থাকবে লক্ষ লক্ষ মৃত পায়রা, ইসলামের গর্ভ থেকে জন্ম নিতে থাকবে ঘৃণা, জন্ম নিতে থাকবে কুৎসিত দানব। ইসলাম যতদিন বেঁচে থাকবে, ততদিন সভ্য হবে না কোনও রাজ্য, কোনও রাষ্ট্র, সভ্য হবে না পৃথিবী।" যদিও বা অনেকেই জানেন তিনি নিজেকে নাস্তিক হিসেবেই দাবি করেন। তবে এই ঘটনায় তিনি ক্ষুব্ধ। অন্যদিকে, পর্দার পাঠান শাহরুখ খান-ও এই বিষয়ে তীব্র নিন্দা করেছেন। তিনি সমাজ মাধ্যমে লিখছেন...
Pahalgam terror attack 2025: 'কাপুরুষের মতো কাজ', 'অপদার্থ!' পহেলগা…
"পহেলগাঁওয়ে বিশ্বাসঘাতকতা এবং অমানবিক হিংসাত্মক কাজের জন্য দুঃখ ও ক্রোধ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ভুক্তভোগী পরিবারগুলির কী হচ্ছে আমি ভাবতেও পারছি না। আর যারা চলে গেছেন ঈশ্বর যেন তাঁদের শান্তি দেন, এটাই কামনা। আমার গভীর সমবেদনা। জাতি হিসেবে আমরা যেন ঐক্যবদ্ধ হই, শক্ত হয়ে দাঁড়াই এবং এই জঘন্য কাজের বিরুদ্ধে ন্যায়বিচার পাই।"