Advertisment

নায়ক না হলে কী হতেন সলমন, জানালেন ক্য়াটরিনা

Salman Khan, Katrina Kaif: বলিউডের সব নায়কের জনপ্রিয়তাকে ছাপিয়ে যায় সলমনের জনপ্রিয়তা। কিন্তু যদি অভিনয়ে না আসতেন তিনি, তবে কোন পেশায় যেতেন?

author-image
IE Bangla Web Desk
New Update
Katrina Kaif talks about Salman Khan's probable alternate career

সলমন ও ক্য়াটরিনা। ছবি: সলমন খানের ফেসবুক পেজ থেকে

Salman Khan, Katrina Kaif: প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে তিনি বলিউডের সবচেয়ে সফল নায়কদের অন্যতম। তাঁর অভিনয়ক্ষমতা নিয়ে সমালোচনা হতে পারে কিন্তু স্টার নায়ক হিসেবে তাঁর জনপ্রিয়তা কখনও কখনও শাহরুখের জনপ্রিয়তাকেও ছাপিয়ে যায়। কিন্তু যদি আদৌ এই পেশায় না আসতেন নায়ক, তবে ঠিক কী করতেন তিনি বা বলা ভালো, কোন পেশায় গেলে সফল হতেন? 'বিয়িং হিউম্যান' ব্র্যান্ড-প্রতিষ্ঠাতা সলমন সফল ব্যবসায়ী তো হতেই পারতেন। কিন্তু সম্প্রতি ক্য়াটরিনা কাইফ একটি অন্য পেশার কথা বলেছেন।

Advertisment

সামনেই রয়েছে ক্য়াটরিনা ও সলমন অভিনীত ভারত ছবির মুক্তি। এখন ছবি নিয়ে প্রচারে ব্য়স্ত দু'জনেই। সেই সূত্রেই একটি চ্য়াট শো-তে ক্য়াটরিনা এই বিষয়ে তাঁর মতামত জানিয়েছেন। মিস মালিনী ডট কম-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ওই চ্য়াট শো-এর হোস্ট ক্য়াটরিনার কাছে প্রশ্নটি রাখেন। বেশ মুডেই ছিলেন নায়িকা। সঙ্গে সঙ্গে জবাব দেন, ''সলমন ভাল কাউন্সেলর হতে পারতেন''। তাঁর মতে, পরামর্শদাতা হিসেবে সলমন অসাধারণ।

Katrina in Bharat 'ভারত' ছবিতে ক্য়াটরিনা। ছবি: অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে

আরও পড়ুন: শাহরুখকে নিয়েই কি ‘সত্তে পে সত্তা’ রিমেক করবেন ফারহা?

ক্য়াটরিনা ওই শো-তে জানান যে সলমনের সঙ্গে কাজ করতে কেন এত ভাল লাগে তাঁর। এই নিয়ে পঞ্চম ছবি করছেন দু'জনে। ক্য়াটরিনা বলেন, ''সলমন খুব মজার মানুষ, সবাইকে স্পেস দিতে পছন্দ করেন এবং চুপচাপ লক্ষ্য করেন। সলমনের কাজের কিছু ধরন আছে যেটা প্রথমদিকে একটু কঠিন লাগত কিন্তু এখন অভ্যাস হয়ে গিয়েছে।''

সলমন ও ক্য়াটরিনার অন-স্ক্রিন কেমিস্ট্রি দেখলেই বোঝা যায়, অফ-স্ক্রিন কতটা ভাল বোঝাপড়া দু'জনের। দীর্ঘ সময় সম্পর্কে ছিলেন দু'জনে, এমন কথাও শোনা গিয়েছিল যদিও কখনও তাঁরা বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্য়মের সামনে নিয়ে আসেননি। ক্যাটরিনা ও রণবীরের ব্রেকআপের পরেও নায়িকার পাশে থেকেছেন সলমন, এমনটাও লেখা হয়েছিল গসিপ ম্য়াগাজিনগুলিতে।

আরও পড়ুন: পেমেন্ট নিয়ে অসন্তোষে ব্যাহত ‘দেবী চৌধুরাণী’-র শুটিং

তাই স্বাভাবিকভাবেই সলমনকে বেস্ট কাউন্সেলর মনে হতেই পারে ক্য়াটরিনার।

salman khan bollywood katrina kaif Celeb Gossip
Advertisment