/indian-express-bangla/media/media_files/2025/04/20/uI68Vc8wYlqXF2zLKqGt.jpg)
রণবীরের প্রাক্তন ও বর্তমানের ওয়ার্কআউটের ভিডিও ভাইরাল
Katrina-Alia Zym Session: ক্যাটরিনা কইফ ও আলিয়া ভাট, দুজনেই বলিউডে ইন্ডাস্ট্রির নামজাদা অভিনেত্রী। দুজনের ঝুলিতেই রয়েছে হিটের সমাহার। তাঁদের বন্ধুত্বের সম্পর্কও বেশ গাঢ়। আরও একটি জায়গায় মিল রয়েছে। একজন রণবীরের প্রাক্তন তো অন্যজন বর্তমান। হ্যাণ, মহেশ কন্যা আলিয়ার সঙ্গে এখন বলিউডের ব্যাড বয় রণবীর কাপুরের সুখী দাম্পত্য অন্যদিকে ভিকি কৌশলের সঙ্গে সুখী গৃহকোণের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন ক্যাট।
প্রাক্তন-বর্তমান এখন অতীত, রামমন্দির উদ্বোধনের দিন একসঙ্গে Buggy চড়েছেন। আলিয়ার জিমের ট্রেনার এখন ক্যাটরিনা কইফ? কড়া ট্রেনারের মতোই তো আলিয়াকে ট্রেন করছেন ক্যাট সুন্দরী। ব্যাপারটা কী? আসলে পুরনো একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে দুহাতে জাম্বল নিয়ে শরীরচর্চা করছেন আলিয়া আর পাশে দাঁড়য়ে কাউন্ট করছেন ক্যাটরিনা।
দুই সুন্দরীর পাওয়ার প্যাকড জিম সেশনের ভিডিও দেখে দিল খুশ ক্যাট-আলিয়ার ভক্তদের। ইন্ডাস্ট্রিতে দুই অভিনেত্রীরই একটা আলাদা ফ্যানবেস আছে। তাই পুরনো হলেও, একসঙ্গে দুই অভিনেত্রীর শরীরচর্চার ভিডিও দেখে খুশি অনুগামীরা। প্রসঙ্গত, সেলিব্রিটিদের জিম সেশনের ভিডিও প্রায়ই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
জিমের বাইরে সেলেব পাপারাৎজ্জিরা রীতিমতো ভিড় জমান। অনেকসময় আবার তারকারা নিজেরাই জিমের ভিতর থেকে নানা ছবি-ভিডিও শেয়ার করেন। আলিয়ার প্রসঙ্গে যখন কথা হচ্ছে, তখন তো বলাইবাহুল্য, তিনদিন আগেই জিম সেশনের একটি ভিডিও নিজের ইনস্ট্যা অ্যাকাউন্টে শেয়ার করেছেন রণবীর ঘরণী।
আরও পড়ুন: রবিবাসরীয় সকালে বাড়ি ফিরলেন সৃজিত, এখন কেমন আছেন পরিচালক?
ভিডিও পোস্ট করে লিখেছিলেন, 'এটা পারব কিনা সেই বিষয়ে আমি নিশ্চিত ছিলাম না। কিন্তু, পেরেছি। আর এখন আমি এটা করতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়ছি।' আলিয়া অভিনীত শেষ ছবি জিগরা। এছাড়াও ঝুলিতে রয়েছে লভ অ্যান্ড ওয়ার। উল্লেখ্য, এই ছবিতে রণবীরের প্রাক্তন ক্যাটরিনার স্বামী ভিকি কৌশলের সঙ্গেই কাজ করছেন আলিয়া।
এছাড়াও ছবিতে রয়েছেন খোদ রণবীর কাপুরও। অন্যদিকে ক্যাটরিনার কেরিয়ার গ্রাফ আলিয়ার মতো এই মুহূর্তে ঊর্ধমুখী নয়। ক্যাট অভিনীত শেষ ছবি মেরি ক্রিসমাস। ২০২৪-এ মুক্তি পেয়েছিল ছবিটি। যদিো বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি। হাউজফুল ৫-এ দেখা যেতে পারে 'চিকনি চামেলি' ক্যাটরিনা কইফকে।
আরও পড়ুন: মহাকালেশ্বরে স্বস্ত্রীক পুজো দিলেন অরিজিৎ সিং, রবিবাসরীয় সকালে গায়কের ধর্মকর্মে মুগ্ধ অনুরাগীরা