Adrit-Kaushambi: বিয়ের বছর ঘুরতেই স্ত্রীকে নিয়ে ঘোরতর অভিযোগ আদৃতের, মুখ খুললেন কৌশাম্বী

Kaushambi Chakraborty: বিয়ের ন'মাসের মধ্যেই আদৃত-কৌশাম্বীর মধ্যে মনোমালিন্য? সোশ্যাল মিডিয়া পোস্টে যা লিখলেন আদৃত...ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে কী প্রতিক্রিয়া দিলেন কৌশাম্বী?

author-image
Kasturi Kundu
New Update
fcesfeedf

বিয়ের বছর ঘুরতেই স্ত্রীকে নিয়ে ঘোরতর অভিযোগ আদৃতের

Kaushambi Chakraborty Reaction:২০২৪-এ ৯ মে। সাত পাকের বন্ধনে বাঁধা পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। সুখী দাম্পত্যের রঙিন মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তারকা দম্পতি। সম্প্রতি অমরসঙ্গীর প্রিমিয়ারে যুগলে গিয়েছিলেন। সেখানে চিত্রসাংবাদিকের লেন্সবন্দি হন স্টুডিওপাড়ার এই পাওয়ার কাপল। কিন্তু, বিয়ের বছর ঘোরার আগেই স্ত্রীকে নিয়ে ঘোরতর অভিযোগ আদৃতের। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঢাক পিটিয়ে সেই কথা বললেন ছোট পর্দার ধ্রুব। বিয়ের বয়স মাত্র নয় মাস, এর মধ্যে কী এমন হল যার জন্য মিষ্টি বউ কৌশাম্বীর উপর 'বিরক্ত' আদৃত? মিঠাই ধারাবাহিকে কাজ করার সময়ই 'দিদিয়া'-কে মন দিয়ে ফেলেছিলেন 'উচ্ছেবাবু'। 

Advertisment

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে প্রেমচর্চায় সিলমোহর দিয়েছিলেন বহুচর্চিত এই জুটি। জমিয়ে সংসার করার মাঝে হঠাৎ কী এমন হল যেখানে আদৃত বলছেন, স্ত্রী তাঁকে খুব বিরক্ত করেন। কমেন্ট বক্সে আবার কৌশাম্বী বলছেন, 'লজ্জা করে না তাই না? আদৃতের পালটা জবাব, ম্যাডাম তোমার কমেন্টটা আমি ইগনোর করলাম। কিছু মনে করবেন না।' আসলে পুরো বিষয়টাই নিছক মজার, আরও ভালভাবে বললে স্বামী-স্ত্রীর দুষ্টুমি। আদৃত-কৌশাম্বীর এই খুনসুটি বেশ উপভোগ করছে জুটির অনুগামীরা। দুজনের একটি মিষ্টি ছবি পোস্ট করে আদৃত লেখেন, 'মাঝে মাঝে খুব বিরক্ত কর।' এখান থেকেই দুজনের 'দুষ্টুমি'-র সূত্রপাত।

Advertisment

সত্যিই আদৃতকে খুব বিরক্ত করেন কৌশাম্বী? ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে এই প্রশ্ন করতেই হেসে কুটোপুটি। মজা করে বলেন, 'কে করে সেটা নই বা বললাম। আমি মোটেই বিরক্ত করি না। যে করে সেই লিখেছে।' স্বামী-স্ত্রী একে অপরকে ভালবেসে একটু বিরক্ত, খুঁনসুটি তো করবেই। কৌশাম্বীকে নিয়ে যখন এতবড় অভিযোগ, তখন একটু জেনে নেওয়া যাক আদৃতকে বিরক্ত করতে ভালবাসেন অভিনেত্রী? লাজুক হেসে বলেন, 'ওগুলো আবার বলা যায় নাকি?' এই মুহূর্তে মিত্তির বাড়ি-তে অভিনয় করছেন আদৃত আর ফুলকিতে কৌশাম্বী। 

Bengali Serial Bengali Actor Bengali Actress Bengali Television Bengali Song Bengali serial TRP Adrit Roy Kaushambi Chakraborty