Advertisment
Presenting Partner
Desktop GIF

'উজান ২০০০ শতাংশ লক্ষ্মী ছেলে', বলছেন বাবা কৌশিক

প্রথমবার ছেলে উজানকে পরিচালনা করার অভিজ্ঞতা জানালেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

author-image
Sandipta Bhanja
New Update
Kaushik Ganguly, Ujaan Ganguly, Kaushik Ujaan, Tollywood news, টলিউডের খবর, Lokkhi Chele, কৌশিক গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায়, কৌশিক উজান, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে রিলিজ, শিবু-নন্দিতা, উইন্ডোজ প্রোডাকশন, Indian Express Entertainment News. Bengali News today

'লক্ষ্মী ছেলে' উজান-এর সঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায়

কুসংস্কারাচ্ছন্ন সমাজের জগদ্দল পাথর নাড়িয়ে দিতে আসছে 'লক্ষ্মী ছেলে'রা। 'ক্যাপ্টেন অফ দ্য শিপ' কৌশিক গঙ্গোপাধ্যায়। প্রথমবার ছেলে উজান গঙ্গোপাধ্যায়কে পরিচালনা করলেন। বাবা হিসেবে সেই অভিজ্ঞতাই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার শেয়ার করলেন পরিচালক। উজান কতটা 'লক্ষ্মী ছেলে'? প্রশ্ন ছুঁড়তেই কৌশিকের (Kaushik Ganguly) মন্তব্য, 'দু হাজার শতাংশ..!' কেন?

Advertisment

কারণ ব্যখ্যা করতে গিয়ে এক মজার জানালেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সিনেমা ও বিশ্ব সাহিত্য নিয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন উজান। বাবা-মাকে ছেড়ে প্রায় এক বছর সেখানে হোস্টেলে কাটাতে হয়েছে। সম্প্রতি শুটিং করতে গিয়েছিলেন চূর্ণী-কৌশিক। তার ফাঁকেই ছেলের সঙ্গে দেখা করতে অক্সফোর্ডে চলে যান তারকাদম্পতি। সেইসময়কার এক মজার ঘটনা শেয়ার করলেন কৌশিক।

Kaushik Ganguly, Ujaan Ganguly, Kaushik Ujaan, Tollywood news, টলিউডের খবর, Lokkhi Chele, কৌশিক গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায়, কৌশিক উজান, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে রিলিজ, শিবু-নন্দিতা, উইন্ডোজ প্রোডাকশন, Indian Express Entertainment News. Bengali News today

<আরও পড়ুন: মুখোশের ভিড়ে চেনা যায় ‘কাছের মানুষ’, প্রকাশ্যে দেবের নতুন ছবির পোস্টার>

পরিচালক জানান, অক্সফোর্ডে গিয়েও বাড়ির অভ্যেস বদলায়নি উজানের। ছেলের নাকি রোজ পাতে পিঁয়াজ আর লঙ্কা মাস্ট! শুধু তাই নয়, নিজে হাতে বাবা-মাকে পর্ক কারি রান্না করে খাইয়ে চমকে দিয়েছেন 'লক্ষ্মী ছেলে' উজান। এখানেই শেষ নয়। আড্ডার ফাঁকে মজার ছলে কৌশিক এও জানান যে, "ও একেবারে পরিপাটি করে ঘর গুছিয়ে রাখার মতো ছেলে নয়…"। বাবার কথা শেষ হতে না হতেই উজানের পাল্টা প্রশ্ন, "কেন অক্সফোর্ডে যখন গিয়েছিলে, তখন তো ঘরদোর সব গুছিয়ে রেখেছিলাম।" উত্তরে কৌশিক বলেন, "সেটা তো আমরা যাব বলে।"

তবে ছেলের হাতের রান্নার প্রশংসা করতে ভোলেননি কৌশিক গঙ্গোপাধ্যায়। ফাঁস করলেন, সেই লঙ্কা-পিঁয়াজ নাকি যকের ধনের মতো গুছিয়েও রাখতেন উজান। যাতে শেষ না হয়ে যায়। তবে বাবা হিসেবে দর্শকদের কাছে উজানের ভবিষ্যতের জন্য আশীর্বাদও চাইলেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Shiboprosad Mukherjee Entertainment News Kaushik Ganguly ujan ganguly lokkhi chele
Advertisment