Kaushik Sen On Kiss: ভ্যালেন্টাইন উইকের ক্যালেন্ডার অনুয়ায়ী ১৩ ফেব্রুয়ারি 'কিস ডে '। ভালবাসার সপ্তাহে এই দিনটায় প্রেয়সির নরম ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় নিজেকে সিক্ত করতে চায় প্রেমিক মন। কখনও সেই চুমুর সাক্ষী থাকে মায়াবী রাত, কখনও আবার খোলা আকাশের নীচে প্রিয়তমাকে জড়িয়ে ঠোঁটে ঠোঁট রেখে ভালবাসায় অতল গভীরে ডুব দেয়। মনের মানুষটাকে চুমু খেতে লাভার্স পয়েন্ট বা পার্কে ছাতার আড়ালের প্রয়োজন হয় না। সকলের সামনেই প্রেমের ইস্তেহারে বিশ্বাসী হয়ে উঠছে আজকের সমাজ।
পর্দায় নায়ক-নায়িকার গভীর চুম্বনে শরীরে শিহরণ জাগলেও বাস্তবে 'কিস কা কিসসা' কিন্তু, কম নয়। 'কিস ডে'-তে প্রিয় মানুষটাকে চুমু খেতে চার দেওয়ালের আশ্রয় নিতে হবে না প্রকৃতিকে সাক্ষী রেখেই দুটি ঠোঁটের মিলন বাঞ্ছনীয়? কী বলছেন অভিনেতা কৌশিক সেন? দাম্পত্যের ৩০ বছর পূর্তিতে স্ত্রীর ঠোঁটে ঠোঁট রেখে মানসিক প্রশান্তির খোঁজ পেয়েছিলেন অভিনেতা। ক্যানভাসে জেগে থাকা একটা স্থির মুহূর্ত কয়েক মুহূর্তে অনায়াসে ছুঁয়ে ফেলেছিল কত না প্রেমিক হৃদয়।
'কিস ডে'-তে 'চুমু' প্রসঙ্গে অভিনেতা ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে বললেন, 'চুমু খাওয়ার কোনও নিয়ম নেই। বলা ভাল কোনও নিয়ম থাকতেই পারে না। যে কাজটা করা হচ্ছে সেটা যদি অন্তর থেকে করা হয় সেখানে কোনও ভুল নেই। কাজের প্রতি সৎ থাকতে হবে। সম্পূর্ণ সততার সঙ্গে কাজটা করতে হবে। তাই সেখানে কোনও নিয়মের বাঁধন থাকে না। যদি মন থেকে মনে হয় প্রিয় মানুষটাকে চুমু খাবে তাহলে অবশ্যই সেটা করা উচিত। নিজের কাছে, মনের কাছে সৎ থাকাটাই প্রধান উদ্দেশ। যদি কারও মনে হয় চুমু খাওয়া অন্যায় তাহলে সে সেটা করবে না। তাতেও কোনও ভুল নেই। মন থেকে যেটা অনুভব করবে সেটাই সবসময় করা উচিত। কাউকে আঘাত বা বিরক্ত না করে যদি চুমু খাওয়া যায় তাহলে সে নিশ্চয়ই চুমু খাবে।'
'ভ্যালেন্টাইন উইকে 'রোজ ডে', 'চকোলেট ডে', 'কিস ডে'-র মতো অনেকগুলো 'ডে' রয়েছে। 'কিস ডে'-মানেই যে ইচ্ছে না থাকা সত্ত্বেও জোর করে চুমু খেতে হবে এমনটা কিন্তু, নয়। যদি দুটো মন চায় একে অপরকে চুমু খেতে তাহলে নিশ্চয় খাবে। একটাই কথা বলব যে কাজে সততা আছে সেখানে কোনও ভুল নেই। আর মনের ইচ্ছে কিন্তু, কোনও বিশেষ দিনক্ষণ দেখে আসে না। মন যখন চাইবে চুমু খেতে তখনই চুমু খাওয়া যায়। তার জন্য 'কিস ডে'-র অপেক্ষা করার প্রয়োজন নেই। নিজের প্যাশনটাকে কি ভাবে পূরণ করবে সেটা সম্পূর্ণ নিজের উপর। কেউ ইচ্ছে হলে খোলা আকাশের নীচেও চুমু খেতে পারে। আবার যদি কারও মনে হয় ঘরের ভিতরেই সীমাবদ্ধ রাখবে সেটাও ভাল। ঘরে বসেও কিন্তু, কিস ডে, ভ্যালেন্টাইন ডে পালন করা যায়।'