অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) অতিথি এবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং বীরেন্দ্র শেওয়াগ (Virender Sehwag)। আজ্ঞে! 'কৌন বনেগা ক্রোড়পতি'র (KBC 13) আগামী পর্বে সেলেব অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ভারতীয় ক্রিকেট দুনিয়ার দুই তারকা। ইতিমধ্যেই শো বেশ জমে উঠেছে। একেকটা পর্বে নতুন চমক উপহার দিচ্ছেন সঞ্চালক অমিতাভ। আর বিগ বি'র শোয়ের অতিথি যখন শেওয়াগ আর সৌরভ, তখন সেই পর্ব যে আড্ডা-গল্পে মজে উঠবে, এননটাই স্বাভাবিক।
Advertisment
সম্প্রতি 'কৌন বনেগা ক্রোড়পতি'র সংশ্লিষ্ট পর্বের একটি প্রোমো ভাইরাল হয়েছে। সেখানেই শেওয়াগকে দেখা গেল গলা ছেড়ে গান গাইতে। আর ওদিকে অমিতাভের গুরুগম্ভীর প্রশ্নে রসিক উত্তর দিয়ে হেসে গড়াচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই পর্বেই অমিতাভ দুই ক্রিকেট তারকার উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন যে- "পাকিস্তানকে যদি ভারত হারিয়ে দেয়, তাহলে কী প্রতিক্রিয়া দেবেন?"
বলিউড শাহেনশার প্রশ্নের উত্তর খানিক ফিল্মি-চালেই দেন শেওয়াগ। বলেন, "১৯৮৮ সালে 'শাহেনশা' সিনেমার একটা সংলাপের কথা মনে পড়ে গেল।" সঙ্গে সঙ্গে ধরিয়ে দিলেন অমিতাভ নিজের ছবির সেই জনপ্রিয় সংলাপ- "রিস্তে মে তো হাম তুমহারে বাপ লাগতে হ্যায়…", বিগ বি'র মুখের কথা টেনেই তৎক্ষণাৎ শেওয়াগ বলে ওঠেন- "হ্যাঁ, আমরা তো ওদের বাবা-ই হই।" আর শেওয়াগের এহেন রসিক উত্তর শুনে হেসে গড়িয়ে যান বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
ফিল্ডিংয়ের সময় ক্যাচ মিস করলে তখন কী প্রতিক্রিয়া দেবেন? এখানেও স্টিয়ারিং ধরেন শেওয়াগ। সৌরভকে দেখিয়ে বলেন, "কোচ যদি গ্রেগ চ্যাপেল হয়, তাহলে 'আপনি তো জ্যায়সে ত্যায়সে কাট জায়েগি, আপকা ক্যায়া হোগা জানাবে আলি…' গানটা গাইব।" তা কবে দেখা যাবে এই বিশেষ পর্ব? আগামী ৩ সেপ্টেম্বর রাত ৯টায় সোনির পর্দায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন