কেবিসির মঞ্চে কত কিছুই না হচ্ছে। কিন্তু, এবার অমিতাভের সঙ্গে বাক বিতন্ডা লেগে গেল দুই সঙ্গীত তারকার। তাঁরা ভারতবর্ষের গর্ব। সবথেকে বড় কথা, দুজনেই একসঙ্গে নিজের কেরিয়ার শুরু করেছেন। তাঁরা শ্রেয়া ঘোষাল ও সোনু নিগম।
দুজনেই এসেছিলেন কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে। অমিতাভ বচ্চন যে তাঁদের দুজনকে পেয়ে বেশ আপ্লুত, সেকথা তাঁর শব্দেই বোঝা যাচ্ছিল। একেই দুজনের বাংলার সঙ্গে যোগ রয়েছে। তাঁর পাশাপাশি বাংলার সঙ্গে যোগাযোগ থাকা মানুষকে অমিতাভ বেশ পছন্দ করেন। কিন্তু, মাঝে মাঝে নিজেদের মতামত পেশ করতে গিয়ে গোলমাল ও হয়।
অমিতাভের ঘরণী জয়া বচ্চন বাপের বাড়ি সূত্রে বাঙালি। অন্যদিকে, অমিতাভ নিজেও তাঁর কেরিয়ারের শুরুতে কলকাতায় ছিলেন। শ্রেয়া ঘোষাল নিজেও বাঙালি। এমনকি, সোনু নিগম তাঁর স্ত্রীর তরফে বাঙালি সংস্কৃতি ভালই জানেন। আর এবার কেবিসির মঞ্চেই খাবার নিয়ে শুরু হল আলোচনা এবং বিতর্ক।
সোনু নিগম প্রকাশ্যেই বলেন, তাঁর সবথেকে প্রিয় খাবার হল পানিপুরী। এবং শ্রেয়া বলেন, দুর্বলতা এটা। তবে, এর থেকেও ভাল একটা কিছু রয়েছে। সেটা হল, ফুচকা। এটুকু শুনেই সোনু নিগম বললেন, না ফুচকার থেকে পানিপুরি আমার বেশি পছন্দের। যদিও, শ্রেয়ার কথায় স্বাদে ফুচকা জিতবেই। কিন্তু, অমিতাভের বক্তব্য একটাই, সবই এক। এক রাজ্যে একে ফুচকা বলে, আর অন্য রাজ্যে একে পানীপুরী বলে।
কিন্তু, শেষে যদিও তিনি গোলগাপ্পাকে এগিয়ে রাখেন। শ্রেয়ার মন্তব্যকে উপেক্ষা করেই অমিতাভ বলেন, যত যাই আসুক। গোলগাপ্পা যখন আঙুল দিয়ে ফাটানো হয়, আর ফট করে একটা আওয়াজ আসে, সেটা অসম্ভব ভাল। ফলে, কেবিসির মঞ্চে দ্বন্দ্ব তুঙ্গে। এবার খাবারের ইমোশন নিয়ে শুরু হয়েছে আলোচনা।