Advertisment

'কে হবে বাংলার কোটিপতি' শোয়ের সঞ্চালক টলিউডের 'ইন্ডাষ্ট্রি'

২০১১ সালে মহুয়া টিভিতে প্রথম টেলিকাস্ট হয় 'কে হবে বাংলার কোটিপতি', সঞ্চালনায় সৌরভ গাঙ্গুলি। এবার সঞ্চালকের আসনে বসবেন বাংলা ছবির এযুগের মহানায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌজন্যে কালার্স টিভি চ্যানেল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাংলায় আসছে রিয়্যালিটি শো কে হবে বাংলার কোটিপতি

আবারও বাংলায় আসছে রিয়্যালিটি শো 'কে হবে বাংলার কোটিপতি', ব্রিটিশ শোয়ের আদলে তৈরি ‘হু ওয়ান্টস টু বি আ মিলিয়নেয়ার’ নামক জনপ্রিয় হিন্দি শো 'কৌন বনেগা করোড়পতি' র বাংলা ভার্সন। জুলাই থেকে শুরু হতে চলেছে এই শো। ২০১১ সালে মহুয়া টিভিতে প্রথম টেলিকাস্ট হয় 'কে হবে বাংলার কোটিপতি', সঞ্চালনায় সৌরভ গাঙ্গুলি। এবার সঞ্চালকের আসনে বসবেন বাংলা ছবির এযুগের মহানায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌজন্যে কালার্স টিভি চ্যানেল, যদিও শোয়ের প্রযোজক আগের মতই বিগ সিনার্জি। প্রসেনজিতকে এই ব্যাপারে মেসেজ করা হলে উত্তর পাওয়া যায় নি। এর আগে 'বাংলার সেরা পরিবার' নামক রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা করেছেন প্রসেনজিৎ। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও অভিনেতা যে সমান জনপ্রিয় তা আর বলার অপেক্ষা রাখে না।

Advertisment

আরও পড়ুন,দাম্পত্যের ইতি: বিচ্ছেদ হল অর্জুন রামপাল ও তার স্ত্রী মেহেরের

ইতিপূর্বে এই শোয়ের অতিথি হয়ে খেলতে এসেছেন সাধারণ মানুষ থেকে তারকারা। এবারও তার অন্যথা হবে না। তবে অতিথিবর্গের তালিকার সন্ধান মেলেনি। খেলার নিয়ম থেকে আবহ, সবটাই তৈরি হবে হিন্দি রিয়্যালিটি শোয়ের আদলে। প্রসঙ্গত, হিন্দিতে এই শোয়ের সঞ্চালনা করেন অমিতাভ বচ্চন। চ্যানেলের তরফ থেকে এখনও কিছু জানা না গেলেও দর্শক ইতিমধ্যেই তুলনা শুরু করেছে সৌরভ ও প্রসেনজিতের মধ্যে কে সেরা। 'দাদাগিরির' কাছে 'ইন্ডাষ্ট্রি' নিজের মান রাখতে কতটা মরিয়া তা দেখার জন্য উত্তেজিত দুপক্ষের ফ্যানেরাই।

KBC 2018 prosenjit chatterjee
Advertisment