Advertisment
Presenting Partner
Desktop GIF

Keerthy Suresh Wedding Saree : সোনার জরি বসানো কাঞ্জিভরমে সুসজ্জিত নববধূ কীর্তি, শাড়ি তৈরিতে কত ঘণ্টা সময় লেগেছে ?

Keerthy Suresh Wedding Saree Making : বিশিষ্ট ডিজাইনার অনিতা ডোংরের ডিজাইনার শাড়িতে সেজেছিলেন নববধূ কীর্তি সুরেশ। সোনার জরি বসানো এই শাড়ি তৈরি করতে কত সময় লেগেছিল?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
সোনার জরি বসানো কাঞ্জিভরমে সুসজ্জিত নববধূ কীর্তি

সোনার জরি বসানো কাঞ্জিভরমে সুসজ্জিত নববধূ কীর্তি

Keerthy Suresh Wedding Saree Making Time: বছর শেষে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিয়ের মরসুম। ৪ ডিসেম্বর চার হাত এক করে জীবনের নতুন অধ্যায়ের শুভ সূচনা হয়েছে অভিনেতা নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার। এরপর ১২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ। বৃহস্পতিবার দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি ঠাট্টিলের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করলেন কীর্তি।

Advertisment

গোয়ায় বসেছিল রাজকীয় বিয়ের আসর। দক্ষিণীরীতি মেনেই নতুন জীবনে পা রেখেছেন নবদম্পতি। বিয়ের দিন কীর্তির পরেছিলেন অনিতা ডোংরের ডিজাইনার হ্যান্ডলুম সোনার জড়ি লাগানো কাঞ্জিভরম শাড়ি। এই বিশেষ ডিজাইনের শাড়ি তৈরি করতে কত সময় লেগেছে জানেন? 

Advertisment

নববধূ কীর্তির কাঞ্জিভরম তৈরি করতে সময় লেগেছে ৪০৫ ঘণ্টা অর্থাৎ ১৬ দিন। শাড়ির সঙ্গে ছিল মানানসই ডিজাইনার ব্লাউজও। ব্রাইজল জুয়েলারিতে বিয়ের দিন যেন চোখ ফেরানো যাচ্ছিল না নববধূ কীর্তি সুরেশের দিক থেকে। ট্রাডিশনাল সাজেই নজর কেড়েছিলেন দক্ষিণী অভিনেত্রী। শাড়ি থেকে গয়না, হেয়ারস্টাইল সবেতেই ছিল সাবেকিয়ানার ছোঁয়া।

 বিয়ের অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন খোদ কীর্তি সুরেশ। দক্ষিণী রীতি মেনেই বিয়ে করেছেন তাঁরা। অ্যান্টনির সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন অভিনেত্রী। অল্প বয়সেই একে অপরকে মন দিয়ে ফেলেছিলেন। সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক কালে নিজেই জানান দক্ষিণী সুন্দরী। অ্যান্টনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন।

কীর্তি-অ্যান্টনির বিয়েতে নিমন্ত্রিত ছিলেন দক্ষিণী ও বলি ইন্ডাস্ট্রির সেলেবরা। বরুণ ধাওয়ানের বিপরীতে বলিউডি ছবিতে অভিষেক ঘটেছে কীর্তির। চলতি মাসেই মুক্তি পাবে 'বেবি জন'। দক্ষিণী সিনে দুনিয়ায় পায়ের তলার জমি শক্ত করেছেন।

বিটাউনে কতটা প্রভাব বিস্তার করতে পারেন তা তো সময়ই বলবে। উল্লেখ্য, দক্ষিণের নামজাদা অভিনেত্রী নয়নতারা থেকে রশ্মিকা ইতিমধ্যেই বলিউডি ছবিতে কাজ করে ফেলেছেন। অমিতাভের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শ্রীভল্লি ওরফে রশ্মিকা ও জওয়ানে শাহরুখের সঙ্গে কাজ করেছেন নয়নতারা। 

আরও পড়ুন: ইন্ডাস্ট্রির সঙ্গে গভীর যোগ আল্লুর আইনজীবীর, প্রতি ঘণ্টার পারিশ্রমিক কত জানেন?

South Film Industry
Advertisment