Advertisment

Khadaan Houseful: বক্স অফিসে খাদান ম্যানিয়া, সিনেমার সাফল্যের মাঝেই কোন স্বপ্নপূরণ হল দেবের?

বক্স অফিসে চড়চড়িয়ে বাড়ছে কালেকশনের গ্রাফ। প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে দেবের খাদান। সিনেমার সাফল্যের মাঝে নিজের কোন স্বপ্নপূরণের কথা বললেন সুপারস্টার দেব?

author-image
Kasturi Kundu
New Update
dev-khadan release

সিনেমার সাফল্যের মাঝেই কোন স্বপ্নপূরণ হল দেবের?

Dev Dream Comes True: 'আমার স্বপ্ন যে...', দেবের জন্য যেন এটাই এখন পারফেক্ট গান। উইকএন্ডে টলি সুপারস্টার দেব তাঁর ইনস্টা হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে মধ্য কলকাতার একটি সিনেমাহলে দুপুরের শোয়ে হাউজফুল বোর্ড ঝোলানো। সেটির দিকে আঙুল রেখে দেব একটাই কথা বলেছেন, 'এটা তো প্রতিটি অভিনেতার স্বপ্নের ছবি।' অর্থাৎ সিনেমাহলে হাউজফুল বোর্ড যে বিরাট প্রাপ্তি সেটাই বোঝাতে চেয়েছেন 'রাজার রাজা'।

Advertisment

সিনেমাহলের ছবি পোস্ট করে সকলকে ধন্যবাদও জানিয়েছেন দেব। মুক্তির পরই রায়গঞ্জে রাত আড়াইটের শো ছিল হাউজফুল, যা বাংলা সিনেমার ইতিহাসে নিঃসন্দেহে মাইলস্টোন গড়েছে। বাকিটা তো ইতিহাস...। বক্স অফিসে ক্রিসমাসের মরশুমে একসঙ্গে মুক্তি পেয়েছে চারটি ভিন্নস্বাদের বাংলা ছবি।

Advertisment

বক্স অফিস লড়াইয়ে 'সন্তান', '৫ নং স্বপ্নময় লেন' ও 'চালচিত্র'-কে পিছনে ফেলে ছক্কা হাঁকাচ্ছে দেব-যিশুর খাদান। সিনেমার গল্প থেকে গান, সবেতেই বাজিমাত। এক সপ্তাহ শেষে সাত কোটি ছুঁই ছুঁই খাদান। দেব-যিশুর ছবি যে টলিপাড়ায় হুলস্থূল ফেলে দিয়েছে সে কথা কিন্তু অস্বীকার করার উপায় নেই। মুক্তির প্রথমদিনেই ১ কোটির কাছাকাছি ব্যবসা করেছে এই ছবি।

যত দিন পার হয়েছে লাফিয়ে লাফিয়ে বেড়েছে বক্স অফিস কালেকশনের পরিমান। Sacnilk এর রিপোর্ট অনুযায়ী, ছবি মুক্তির এক সপ্তাহ পর শিবপ্রসাদ-নন্দিতার বহুরূপী বক্স অফিস আয়কে ছাপিয়ে গিয়েছে দেবে-যিশুর খাদান। বহুরূপী ৭ দিনে ৬.১৮ কোটির ব্যবসা করেছিল সেখানে খাদানের আয় ৬.৭৮ কোটি।

বছরশেষে খাদান ঝড়ে যে বক্স অফিস কাঁপবে সে কথা বলার অবকাশই রাখছে না। Sacnilk এর রিপোর্টে খাদানের পরই রয়েছে সন্তান। যদিও বক্স অফিস কালেকশনের নিরিখে দেবের ধারেপাশে নেই রাজ চক্রবর্তী-শুভশ্রীরা। খাদানের সাফল্যে দেব বারবার তাঁর ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। অনুরাগীদের শুভেচ্ছায় জন্মদিন হয়ে উঠেছিল একেবারে জমজমাট। 

একদিকে সিনেমার সাফল্য তো অন্যদিকে জীবনের বিসেষ দিন। খাদানের থিমে কেক কেটে সেলিব্রেট করেছেন দেব। সেই সঙ্গে মন মানে না-র গানে রুক্মিণীর সঙ্গে জমিয়ে নেচেছেন সুপারস্টার। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই মুহূর্তগুলো। ২০ থেকে ২৮ ডিসেম্বর অর্থাৎ আট দিনে দেব-যিশুর যুগলবন্দিতে ৬.৭৮ কোটি লক্ষ্মীলাভ যেন বুঝিয়ে দিল হিন্দি-দক্ষিণী ছবির মতো বাংলা ছবিও বক্স অফিসে লড়াই করার ক্ষমতা রাখে। 

Bengali Film Industry Bengali Cinema Bengali Film Bengali Actor Dev Tollywood superstar Dev Khadaan
Advertisment