ইধিকা পাল
আজকের দিনে আমি শুধু একটাই কথা বলতে চাই মেনি...মেনি...মেনি...মেনি...মেনি..হ্যাপি রিটার্নস অফ দ্যা ডে। আ ভেরি হ্যাপি বার্থডে। আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি উনি সুস্থ থাকুক। খুব ভাল থাকুক। যেরকম আছেন ঠিক সেইরকমই যেন থাকেন। ওঁর জন্মদিনে একটা কথা বলতে চাই, বলা ভাল ধন্যবাদ জানাতে চাই আমার উপর বিশ্বাস-আস্থা রাখার জন্য। খাদানের মতো এত বড় একটা প্রজেক্টে উনি আমাকে বিশ্বাস করে কাজের সুযোগ দিয়েছেন। আমি যে এই চরিত্রটা করতে পারব সেটার জন্য আমাকে ওঁর বিশ্বাস করাটাই অনেক বড় পাওনা।
ইন্ডাস্ট্রিতে আমার মতো নতুন মুখের উপর ভরসা করেছেন এর থেকে বেশি আর কী চাই। আমি ওঁর দীর্ঘায়ু কামনা করি। উনি এমন একজন মানুষ যিনি থাকলে ইন্ডাস্ট্রিতে নতুন মুখের আগমন ঘটবে। অনেক ট্যালেন্ট সামনে আসার সুযোগ পাবে। উনি কিন্তু, শুধু নতুনদের সুযোগই দেন না, যোগ্য সম্মানটুকুও দেন। শুধু অভিনেতা-অভিনেত্রীদের নয়, স্ক্রিপ্ট রাইটার, মিউজিক ডিরেক্টর, ছবির পরিচালক থেকে শুরু করে প্রত্যেককে এতটাই সম্মান দেন যে আমার মতো যারা ইন্ডাস্ট্রিতে নতুন তাঁদের কাছে এটা বিরাট প্রাপ্তি। ভীষণ সাপোর্টিভ একজন মানুষ।
অনেক স্বপ্ন নিয়ে ইন্ডাস্ট্রিতে কাজের সন্ধানে সকলে আসেন। উনি যত দিন আছেন তাঁরা জানবে একজন আছে। যদি প্রকৃত ট্যালেন্ট হয় তাহলে সেটা উনি কখনই হারিয়ে যেতে দেবেন না। এটা মানুষটার একটা বিরাট বড় গুণ। একদম ডাউন টু আর্থ (মাটির মানুষ)। আমি তো সবসময় চাইব উনি যেরকম মানে, মজা করতে (ফান লাভিং) ভালবাসেন সেইরকমই যেন চিরদিন থেকে যান। উইশ ইউ আ গুড লাক। আগামীর জন্য অনেক শুভেচ্ছা জানাতে চাই। আমার তরফ থেকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। সবশেষে আরও একবার হ্যাপি বার্থডে।