Sneha Bose Safari Pic And Video: ফ্যাশনেবল আউটফিটে গর্জাস লুকের ফটোশ্যুটে নেটপাড়ার সদস্যদের রাতের ঘুম কেড়ে নেন। চলতি বছরে অভিনয়ে হাতেখড়ি হয়েছে। তাও আবার সুপারস্টার দেবের ছবিতে। প্রথম ছবিতেই বাজিমাৎ। টিমের সঙ্গে বিভিন্ন জায়গায় সিনেমার প্রচারেও গিয়েছেন। ছবি সফল হতেই সাফারিতে দেবের ছবির নায়িকা।
সোশ্যাল মিডিয়ায় সেখান থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। কখনও সিঙ্গল ছবি তো কখনও পারিপার্শ্বিক সৌন্দর্যকে তুলে ধরেছেন নবাগতা নায়িকা। একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তাঁর গালে চুমু খাচ্ছে ওরাংওটাং। শুধু ভিডিও নয়, ওরাংওটাংয়ের সঙ্গে ছবিও শেয়ার করেছেন। তিনি নান আদার দ্যান, খাদানের রেখা ওরফে স্নেহা বোস।
খাদানের সাফল্যের মাঝেই ঘোরার মুডে অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় স্নেহা। তাঁর প্রোফাইলে চোখ রাখলেই দেখা যায় ফটোশ্যুটের একাধিক নজির। মডেল হিসেবে তাঁর একটা বিরাট ফ্যান ফলোয়ার্স রয়েছে। খাদানে অভিনয় তাঁর জনপ্রিয়তাকে যে আরও একটু তোল্লাই দিয়েছে সে কথা বলাইবাহুল্য। রেখার চরিত্রে খাদানে স্নেহার অভিনয় দর্শকের দরবারে বেশ প্রশংসিত।
প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে খাদানের বক্স অফিস কালেকশনের অঙ্ক। প্রথম ছবির এহেন সাফল্য উপভোগ করতেই সাফারিতে মজে স্নেহা। শুধু ওরাংওটানের সঙ্গেই ছবি তোলেননি, বাঘকে কোল নিয়ে দুধ খাওয়ালেন স্নেহা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। সাদা রঙের হট প্যান্ট, কালো ক্রপ টপ, হলুদ জ্যাকেটে মোহময়ী স্নেহা।
সম্প্রতি খাদানের শ্যুটিংয়ের মুহূর্ত থেকে বেঙ্গল ট্যুরের ছবি নিজের ইনস্টায় শেয়ার করেছিলেন অভিনেত্রী। খাদানের মতো স্বপ্নের প্রজেক্টে কাজের সুযোগ পেয়ে আপ্লুত স্নেহা বোস। ডেবিউ ছবিতেও দেব-যিশুর মতো সুপারস্টারদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করাটা নিঃসন্দেহে স্নেহার কাছে ছিল বিরাট বড় চ্যালেঞ্জ।
প্রথমবার মোশন পোস্টারের মাধ্যমে পরিচয় করানো হয়েছিল খাদানের রেখা ওরফে স্নেহা বোসের সঙ্গে। কুঠারি হাতে স্নেহার এই লুকে একেবারে তাজ্জব বনে গিয়েছিল নেটনাগরিকরা। পর্দায় স্নেহার অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে।