Khadaan Box Office Collection Day 10: প্রতিক্ষীর ২০ ডিসেম্বর। বাংলা ছবির দর্শক বিশেষ করে দেব ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে নির্দিষ্ট দিনে মুক্তি পেয়েছে খাদান। সিনেমা মুক্তির পরই বক্স অফিসের 'বাপ' তকমা পেয়ে গিয়েছেন সুপারস্টার দেব। খাদানে অভিনয়ের পর দেবের নামের সঙ্গে জুড়ে গেল 'রাজার রাজা' তকমাটাও। ক্রিসমাসে একসঙ্গে ভিন্ন স্বাদের চারটি ছবি মুক্তি পেয়েছে।
তিনটি ছবিকে পিছনে ফেলে বক্স অফিসে খাদান ঝড়। প্রতিদিন ঊর্ধমুখী হচ্ছে বক্স অফিস কালেকশনের গ্রাফ। মুক্তির প্রথম দিনেই রায়গঞ্জে রাত আড়াই-টের শো হাউজফুল, এটাই তো বাংলা ছবির দুনিয়ায় ইতিহাস তৈরি করেছে। মুক্তির প্রথম ১০ দিনে কত কোটি এল খাদানের ঝুলিতে?
সাত কোটি অতিক্রম করল দেব-যিশুর খাদান। sacnilk-এর রিপোর্ট অনুযায়ী ১০ দিনে খাদানের আয় ৭.৪৮ কোটি। ২৫ ডিসেম্বর দেবের জন্মদিন আর ক্রিসমাসের মরসুমে দারুণ ব্যবসা করেছে খাদান। মারকাটারি অ্যাকশন, প্রেম-রোম্যান্সের মিশেলে বক্স অফিসে খাদানের জয়জয়কার।
দ্বৈত চরিত্রে মাত দিয়েছেন দেব। অন্যদিকে লা-জবাব যীশু সেনগুপ্ত। দুই বাংলায় কাজ করার পর দেবের সঙ্গে প্রথম ছবিতে কিশোরী ইধিকা জাস্ট ফাটাফাটি। প্রশংসিত বরখা, নবাগতা অভিনেত্রী স্নেহা বোসও। এছাড়াও খাদানের প্রতিটি কলাকুশলীর অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে।
সিনেমার সাফল্যের মাঝেই টিমের সদস্যদের নিয়ে হল ভিজিট করছেন দেব। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছেন দেব। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছেন দেব। পরিচালক সুজিতের থেকে এমন ছবি উপহার পেয়ে আপ্লুত দেব।
আরও পড়ুন: পরিচালক-অভিনেতার মিষ্টিমুখ, নকুড়ের সন্দেশে খাদানের সাফল্য সেলিব্রেট দেব-সুজিতের
সুজিতকে সারপ্রাইজ দিতে মধ্য কলকাতার নকুড়ের দোকানে লাইন দিয়ে সন্দেশ কিনলেন। পরিচালকের সঙ্গে সেখানের বিখ্যাত সন্দেশ খাইয়ে সাফল্য সেলিব্রেট করলেন বাংলার সুপারস্টার। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছেন 'রাজার রাজা' দেব। যেখানে দেখা যাচ্ছে গাড়ির ভিতর সুজিতের সঙ্গে গল্প করছেন। খাদানের মতো এত ভাল ছবি উপহার দেওয়ায় পরিচালককে ধন্যবাদ জানাচ্ছেন।
এরপরই দেবকে বলতে শোনা যায়, তাঁরও তো দায়িত্ব সুজিতকে সারপ্রাইজ দেওয়া। তারপরই নকুড়ের দোকানের সামনে গাড়ি থেকে নামেন দেব। লাইন দিয়ে মিষ্টি কিনে টাকা দেন। সেখানে উপস্থিত সকলে দেবকে দেখে তো একেবারে থ। চেনা ছন্দে ভক্তদের সেলফি আবদার মেটালেন সুপারস্টার দেব।
এরপর কয়েকজনের সঙ্গে হাত মেলান। সেখানে বসে থাকা এক অসহায় বয়স্ক মহিলার হাতে মিষ্টির প্যাকেটও তুলে দেন দেব। গাড়িতে উঠে সুজিতকে মিষ্টি মুখ করান। নিজেও পরিচালকের হাতে মিষ্টি মুখ করেন। এই ভিডিও শেয়ার করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
দেব কিন্তু, খাদানের সাফল্যের জন্য বারবার বাংলা ছবির দর্শকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন। ভিডিও পোস্টের ক্যাপশনেও করজোড়ের ইমোজি দিয়ে লিখেছেন, 'আজ মনটা সত্যি ভাল। তার কারণ আপনারা। খাদানের জন্য ধন্যবাদ'।