Advertisment

Soojit Dutta Birthday: মধ্যরাতে দেবের সারপ্রাইজ, দুবাইয়ে কেক কেটে জন্মদিন সেলিব্রেশন খাদানের পরিচালক সুজিতের

Soojit Dutta Birthday Celebration: জমজমাট জন্মদিন সেলিব্রেশন খাদান খ্যাত পরিচালক সুজিতের। দেবকে পাশে নিয়ে মধ্যরাতে কেক কাটলেন। ভিডিও পোস্ট করে আবেগপ্রবণ সুজিত।

author-image
Kasturi Kundu
New Update
https://www.instagram.com/p/DDm1LNWTWIZ/https://www.instagram.com/p/DDm1LNWTWIZ/https://www.instagram.com/p/DDm1LNWTWIZ/

দেবকে পাশে নিয়ে মধ্যরাতে জন্মদিন সেলিব্রেশন সুজিতের


Khadaan Director Soojit Birthday Celebration: এই মুহূর্তে খাদান জ্বরে কাবু দেবভক্তরা। দেশের গণ্ডি পেরিয়ে দুবাইয়ে পাড়ি খাদানের। শুক্রবার হয়ে গিয়েছে প্রিমিয়ারও। আন্তর্জাতিক স্তরে খাদান কেমন ব্যবসা করে সেটা তো সময় বলবে। তার আগে খাদানের সাফল্যকে সঙ্গী করে মধ্যরাতে দুবাইয়ের মাটিতেই জমজমাট জন্মদিন সেলিব্রেশন ছবির পরিচালকের। দেব ও টিমের বাকি সদস্যদের সঙ্গে আনন্দে ভাসলেন সুজিত।

Advertisment

সামনে সাজানো খাবারের পসরা, দু-একজনের হাতে জ্বলন্ত মোমবাতি আর পিছনে হ্যাপি বার্থডে লেখা প্ল্যাকার্ড। জন্মদিনের এত আনন্দ-আয়োজনের জন্য হাতজোড় করে প্রত্যেককে ধন্যবাদ জানান সুজিত।  'এটা সত্যিই খুব স্পেশ্যাল, ধন্যবাদ'। এই ক্যাপশনে ভিডিও পোস্ট করে লাভ আর করজোড়ের ইমোজি দিয়েছেন খাদানের পরিচালক সুজিত দত্ত রিনো। 

Advertisment

২০ ডিসেম্বর মুক্তি পেয়েছিল সুজিত দত্ত পরিচালিত খাদান। প্রথমদিন থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ছবিটি। দুবাইয়েও মুক্তি পেয়েছে দেব-যীশুর খাদান। একদিকে ছবির সাফল্য তো অন্যদিকে পরিচালকের জন্মদিন। তাই সুজিতের পাশে দাঁড়িয়ে কেক কাটতে উৎসাহ দিলেন সুপারস্টার দেব। একেবারে খোশ মেজাজে টিম খাদান। হাততালি দিয়ে হ্যাপি বার্থডে-ও বলতে শোনা গেল দেবের মুখে।

 একে অপরকে কেক খাইয়ে আলিঙ্গন করলেন দেব-সুজিত। মধ্যরাতে জন্মদিন সেলিব্রেশনের প্রতিটি মুহূর্ত যে সুজিতের কাছে যে আবেগপ্রবণ সেই ছাপ পরিচালকের চোখে-মুখেই স্পষ্ট। জন্মদিন সেলিব্রেশনের ভিডিও পোস্ট করে আবেগে ভাসলেন সুজিত দত্ত রিনো। টিম খাদানের সঙ্গে জন্মদিন পালন করে সুজিত লেখেন, 'আমি সবসময় বিশ্বাস করি জন্মদিন মানেই একটা নতুন জার্নি শুরু। কিন্তু, এভাবে কোনওদিন জন্মদিন পালন করব সেটা স্বপ্নেও ভাবিনি।'

আরও যোগ করেন, 'আমার ভালবাসার দেব দাকে অনেক ধন্যবাদ। তুমি আমার জীবনের একটা স্মরণীয় মুহূর্ত তৈরি করে দিলে। জন্মদিনের এই সারপ্রাইজের থেকে ভাল উপহার আর কিছু হতে পারে না। আমি কোনওদিন এটা ভুলব না। যেভাবে আমার জন্মদিন পালন করা হল, তারপরও মনে হচ্ছে জীবনের একটা অংশ যেন অসমাপ্তই রয়ে গেল। যে আমার জীবনের চালিকাশক্তি, আমার স্ত্রী তাঁকে আজ খুব মিস করিছ। ওঁর জন্যই আমি জীবনে এগিয়ে যেতে পারি।' স্ত্রীর উদ্দেশ্যে আরও লেখেন, 'পরের বছর আমরা সকলে একসঙ্গে থাকব। আবার একটা নতুন জার্নি শুরু হবে। নতুন গল্প, নতুন স্বপ্ন যা চিরদিন সকলের মনে থাকবে।'

Dev Bengali Cinema Bengali Actor Bengali Film Bengali News Bengali Film Industry Khadaan
Advertisment