Advertisment
Presenting Partner
Desktop GIF

Khadaan Sneha Bose : কুঠারি হাতে স্নেহার 'রুদ্ররূপ', নতুন চরিত্রের ঝলক খাদানের মোশন পোস্টারে

Sneha Bose As Rekha : খাদানের মোশন পোস্টারে আরও এক নতুন চরিত্রের ঝলক। এবার কুঠারি হাতে নয়া অবতারে ধরা দিলেন স্নেহা বোস। এক ক্লিকে দেখে নিন খাদানের নতুন এই চরিত্রকে।

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
নতুন চরিত্রের ঝলক খাদানের মোশন পোস্টারে

নতুন চরিত্রের ঝলক খাদানের মোশন পোস্টারে

Sneha Bose In Khadaan : সুরিন্দর ফিল্মস আর দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় বড় পর্দায় আসছে খাদান। সিনেমার পোস্টার থেকে স্টার কাস্টের লুকে একসে বরকর এক চমক। সম্প্রতি 'একেনবাবু' অনির্বাণের লুক দেখে চমকে গিয়েছে দর্শক। দেব-যিশুর লুকের সঙ্গে তো দর্শকের পরিচয় আগেই হয়েছে। এবার খাদানের আরও এক নতুন চরিত্রের সঙ্গে পরিচয় করার পালা। এই চরিত্রের নাম 'রেখা'। বৃহস্পতিবার সকালে প্রযোজনা সংস্থার তরফে মোশন পোস্টারের মাধ্যমে পরিচয় করানো হল খাদানের রেখা ওরফে স্নেহা বোসের সঙ্গে। কুঠারি হাতে স্নেহার এই লুকে একেবারে তাজ্জব নেটনাগরিকরা।

Advertisment

পোস্টারের ক্যাপশনে লেখা, 'কোনকালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়লক্ষ্মী নারী।' স্নেহার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায় গ্ল্যামারাস ফটোশ্যুটের একাধিক নজির।ফ্যাশনেবল আউটফিটে গর্জাস লুকে নেটপাড়ার সদস্যদের দিল জিতে নেন। সেই স্নেহার এই রুপ! কুঠারি হাতে যেমন দুচোখে আগুন ঝড়ছে, বড় পর্দাতেও স্নেহার মারকাটারি অভিনয় দর্শক দেখবে কিনা সেটা তো সময় বলবে।  

ডেবিউ ছবিতেও দেব-যিশুর মতো সুপারস্টারদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করা নিঃসন্দেহে স্নেহার কাছে বড় চ্যালেঞ্জ। এই ছবিতে স্নেহা ছাড়াও রয়েছেন, শাকিবের 'প্রিয়তমা' ইধিকা পাল, বলি ডিভা বরখা সহ আরও অনেকে। যমুনার চরিত্রে বরখার লুকের প্রশংসায় বাংলা ছবির দর্শক। উল্লেখ্য, বর্ষবরণের দিনই প্রকাশ্যে এসেছিল খাদানে দেবের ফার্স্ট লুক পোস্টার। কয়লা মাফিয়ার চরত্রে দেবকে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত দর্শক। 

৪ মার্চ সব অপেক্ষার অবসান ঘটিয়ে আসানসোল থেকে ছবি পোস্ট করেন দেব। রেট্রো লুকে খাদানের শ্যুটিংয়ের প্রথম ঝলকেই দেব ভক্তদের উল্লাস ছিল একেবারে চোখে পড়ার মতো। এরপর ধীরে ধীরে সিনেমার গান, টিজারে দর্শকের উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। বড়দিনে বাংলার সবচেয়ে বড় এই ছবি দেখতে উদগ্রীব সিনেপ্রেমীরা। 

Bengali Actress Bengali Actor Bengali News Dev Bengali Model Actress Bengali Film Industry Bengali Cinema Bengali Film
Advertisment