Jisshu Sengupta-Kharaj Mukherjee: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা যীশু সেনগুপ্ত। ঋতুপর্ণ ঘোষ থেকে সৃজিত মুখোপাধ্যয়ের ছবির নায়কের ভূমিকায় ছক্কা হাঁকান যীশু। কিন্তু, কেরিয়ারের উত্থান মহাপ্রভু ধারাবহিকের হাত ধরে। আজকের সফল যীশু সেনগুপ্তের পিছনে রয়েছে একটা কঠিন জার্নি। শ্রীচৈতন্যর ভূমিকায় প্রথমবার বাঙালি দর্শকের ড্রইংরুমে ধরা দেন। সিনেমায় সুযোগ পেয়েছেন। কেরিয়ারের শুরুতে খুব বেশি হিট ছবি দর্শককে উপহার দিতে পারেননি। কিন্তু, বর্তমানে যীশু সেনগুপ্ত একজন হাইভোলটেজ অভিনেতা। সুপারস্টার বললেও খুব একটা ভুল বলা হবে না। কিন্তু, অভিনয়ে অভিষেকের সময় যীশুর ট্যালেন্টকে চাক্ষুস করেছেন বাংলার জনপ্রিয় কৌতুক অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। যীশু সেনগুপ্তর জন্মদিনে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অভিনেতার জীবনের কিছু অজানা গল্প শোনালেন।
/indian-express-bangla/media/post_attachments/17fb955f-543.jpg)
অতীতের পাতা থেকে খরাজ মুখোপাধ্যায় বলেন, 'যীশু কিন্তু প্রকৃত অর্থে একজন ক্রিকেটার। ক্রিকেটটা দারুণ খেলত। আর ভীষণ ভাল ড্রাম বাজাত। অভিনয় করার একটা মোটিভ নিয়েছিল। যীশুর বাবা যাত্রার একজন নামজাদা আর্টিস্ট ছিলেন। ছোট থেকে বাবাকে দেখেই অভিনয়ের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছিল। যীশুর চরিত্রের সবচেয়ে বড় গুণ, ও ভীষণ ভাল একজন শ্রোতা। খুব মন দিয়ে যে কোনও জিনিস আগে ভালভাবে শুনত। নির্দেশ অনুযায়ী কাজ করার প্রবণতাটা ওঁর মধ্যে ছিল। যেটা বলা হচ্ছে সেই মতো কাজের ইচ্ছেশক্তিটাই যীশুর মধ্যে সবসময় দেখেছি। ও যখন মহাপ্রভু করতে শুরু করল তখন কিন্তু, দর্শক ওকে পছন্দ করেছিল। চৈতন্যর চরিত্রটা যেন যীশুর জন্যই পারফেক্ট। মহাপ্রভু যখন ধীরে ধীরে দর্শকমহলে জনপ্রিয় সিরিয়ালের তালিকায় চলে এসেছে তখন মানুষের মধ্যে যীশুকে কাছ থেকে দেখার একটা আগ্রহ তৈরি হয়।'
মহাপ্রভুর দিনগুলোর স্মৃতিচারণা করে বলেন, 'আমার শ্বশুরবাড়ি যেহেতু বসিরহাটে আমি ওকে সঙ্গে করে নিয়ে যাই। একেবারে চৈতন্যের সাজেই আমার সঙ্গে যায়। রাজেশ্বরী সিরিয়ালে যে শ্রীরামকৃষ্ণ হয়েছিল সেও আমার সঙ্গে গিয়েছিল। ওখানের একটা হল তখন যীশুকে দেখতে একেবারে হাউজফুল হয়ে গিয়েছিল। যখন ওঁরা এন্ট্রি নিয়েছিল তখন ব্যাকগ্রাোউন্ডে ওদের সিরিয়ালের টাইটেল ট্রাক রেকর্ড করে বাজানো হয়েছিল। সেই সময় যে ভিড়টা হয়েছিল সেটা সত্যিই অপ্রত্যাশিত। যীশু তখন অনেকটাই ছোট। আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছিল, কিছু হবে না তো? আমি আশ্বস্ত করেছিলাম, ভয়ের কিছু নেই। খুব বাধ্য ছেলে ছিল। আমার চোখে এটাই ছিল যীশু সেনগুপ্ত। এখন তো ইন্ডাস্ট্রির একজন সফল অভিনেতা।'