মঙ্গলবারই জয়সালমীরের সূর্যগড় প্যালেসে সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। এ যেন রূপকথার বিয়ে। বিয়ের মণ্ডপ, সাজসজ্জা থেকে পোশাক, খানাপিনা সবতেই রাজকীয় ছোঁয়া। পাল্লা দিয়ে ডিজাইন করা হয়েছে বিয়ের কার্ডও। এলাহি আয়োজনের পাশাপাশি সবতেই আভিজাত্যের ছোঁয়া। ফুটে উঠেছে তারকাদম্পতির ‘টেস্ট’ও!
তবে বলিপাড়ার আর ৫জন তারকাদম্পতিকে কিন্তু একটি বিষয়ে টেক্কা দিয়ে দিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। দেশি স্টাইলে রাজস্থানে রাজকীয়ভাবে গাঁটছড়া বাঁধলেও তার মাঝেই ফুটে উঠেছে তাঁদের পশ্চিমী-পসন্দ। কিয়ারা আডবানির লেহেঙ্গায় যেমন রোমান স্থাপত্যের ছোঁয়া রয়েছে, তেমনই সিদ্ধার্থের শেরওয়ানি ও দুপাট্টাতেও। আর বর-কনে ২জনের পোশাকই ডিজাইন করেছেন মনীশ মালহোত্রা। যাতে বসানো রয়েছে সোওয়াভাস্কি ক্রিস্টালস। কিয়ারার পরনে গয়না ডিজাইন করা হয়েছে বিরল পান্নায়। শুধু তাই নয়!
গম্বুজ শহরের স্থাপত্যকর্ম ফুটে উঠেছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের কার্ডেও। মনীশের ডিজাইন করা আনকাট হিরের গয়না পরেছিলেন অভিনেতা। ‘শেরশাহ’ জুটির লুক নজর কেড়েছে বিটাউন থেকে অনুরাগী সকলের। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, আজই জয়সালমীর থেকে ব্যক্তিগত বিমানে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন তারকাদম্পতি।
[আরও পড়ুন: সূর্যগড়ের ভাড়া ২ কোটি! বিয়েতে জলের মতো কোটি-কোটি টাকা খরচ করেছেন সিড-কিয়ারা]
বুধবারই সিদ্ধার্থ মালহোত্রার দিল্লির বাড়িতে ‘নায়িকা বৌমা’ কিয়ারা আডাবনির গৃহপ্রবেশ। সেখানে ঘরোয়া পারিবারিক অনুষ্ঠানের পর দিন কয়েক থাকবেন দুজনে। পাশাপাশি দিল্লির বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনদের নিয়ে রিসেপশনের আয়োজনও রয়েছে ৯ ফেব্রুয়ারি। তারপর ১০ তারিখ মুম্বইয়ে ফেরা। ১২ তারিখ আবার বলিউডের বন্ধু, সহকর্মীদের নিয়ে রিসেপশন রয়েছে সিদ্ধার্থ-কিয়ারার। রণবীর-দীপিকার মতোই ২টো রিসেপশন পার্টির আয়োজন করেছেন তাঁরা।