দীপ অর্থাৎ দেব মালেশিয়ার ডিজে, আর মেঘনা ওরফে রুক্মিণী পেশায় একজন চিত্রসাংবাদিক। মেঘনা ও দীপের আলাপ হয় একটি পাবে। সেখানে কিছু অসামাজিক কাজকর্মের ছবি তুলে ফেলেন মেঘনা।
নিখোঁজ ২১ বছরের মেয়ে। বহু চেষ্টা করছেন বাবা, পুলিশ থেকে আমলা প্রত্যেকের দরজায় কড়া নাড়ছেন মেয়েকে উদ্ধারের আশায়। অবশেষে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা অসহায় বাবা। এদিকে এতদিনে সংবাদমাধ্যম কাছে পৌঁছে গিয়েছে সে খবর। শুরু থেকে শেষ রহস্যময় নারী পাচার চক্রের হারহিম করা গল্পে তৈরি হচ্ছে কিডন্যাপ ছবিটি।
Advertisment
দীপ অর্থাৎ দেব মালেশিয়ার ডিজে, আর মেঘনা ওরফে রুক্মিণী পেশায় একজন চিত্রসাংবাদিক। মেঘনা ও দীপের আলাপ হয় এক পাবে। সেখানে কিছু অসামাজিক কাজকর্মের ছবি তুলে ফেলেন মেঘনা।পাকে চক্রে সেও পড়ে প্রতিকূল পরিস্থিতে।
প্রেমিকা কিডন্যাপ হলে যা হয়, তাঁকে খুঁজে পাওয়ার জন্য লেগে পড়ে দীপ। কিন্তু শেষ পর্যন্ত কীভাবে ফিরছে অপহৃত সেই মেয়ে? রবিবার ভোটের মরসুমে এই প্রেক্ষাপটেই মুক্তি পেল কিডন্যাপ-এর ট্রেলার।
রাজা চন্দের পরিচালনায় এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন দেব ও রুক্মিণী মৈত্র। সত্য ঘটনা অবলম্বনে চিত্রনাট্যের বুনট পোক্ত করেছেন রাজা চন্দ ও এন কে সলিল। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। দেব ও রুক্মিণী ছাড়াও ছবিতে রয়েছেন শহীদূর রহমান, চন্দনা সেন, শ্রীপর্ণা রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম রায় চৌধুরী, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়রা।
ঈদে মুক্তি পাচ্ছে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় 'কিডন্যাপ'। সেদিন সেলুলয়েডে আসছে জিতের 'শেষ থেকে শুরু'। বক্স অফিসে যুযুধান হবে দুই সুপারস্টার।