রাজা চন্দের পরিচালনায় ঈদে বড়পর্দায় আসতে চলেছে দেব-রুক্মিণী জুটি। ছবির টিজার মুক্তি পেয়েছে কিছুদিন আগেই। লোকসভা ভোটের প্রচারের ব্যস্ততা সঙ্গে নিয়েই চারিদিক ব্যালেন্স করে চলেছেন সুপারস্টার। তবে প্রচারে যাওয়ার আগেই সেরে গিয়েছিলেন পোস্টার শুট। ছবির প্রচার তাঁর কারণে যাতে আটকে না থাকে উদ্দেশ্য এটাই।
Advertisment
তবে মজা করেই সেরেছেন পোস্টারের কাজ। তা দেখা গেল 'কিডন্যাপ' ছবির পোস্টার শুটের নেপথ্য ভিডিওতে। সত্য ঘটনা অবলম্বনে চিত্রনাট্যের বুনট পোক্ত করেছেন রাজা চন্দ ও এন কে সলিল। ভিডিওতে নিজের প্রযোজনা সংস্থারও নাম করে দেব বললেন, ''নিজেকে আর নিজের প্রোডাকশন হাউসকে একটু প্রমোট করে দিলাম (হাসি)''। দেখুন...
এক ২১ বছরের মেয়ে নিখোঁজ হয়ে যায়। বহু চেষ্টা করছেন বাবা, পুলিশ থেকে আমলা প্রত্যেকের দরজায় কড়া নাড়ছেন মেয়েকে উদ্ধারের আশায়। সংবাদমাধ্যম থেকে সরকার, সবার কাছেই পৌঁছে গিয়েছে সে খবর। অবশেষে সাধারণ এক নাগরিক ও এক সাংবাদিকের উদ্যোগে শুরু হয় মেয়েকে খুঁজে পাওয়ার লড়াই। কিন্তু শেষ পর্যন্ত কীভাবে ফিরছে অপহৃত সেই মেয়ে?
রুক্মিণীর আনন্দটা অন্য জায়গায়। পছন্দের ফোটোগ্রাফারের সঙ্গে মডেল হিসাবে অনেক কাজ করেছেন অভিনেত্রী হয়ে প্রথমবার কাজ করছেন। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। দেব ও রুক্মিণী ছাড়াও ছবিতে রয়েছেন শহীদূর রহমান, চন্দনা সেন, শ্রীপর্ণা রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম রায় চৌধুরী, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়রা। দুবাই ও আবু ধাবিতে শুটিং হয়েছে এই ছবির। প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস।