একদিকে, যখন অ্যানিম্যাল জ্বরে ফুটছেন সিনে প্রেমীরা, ঠিক তখন আরেক বলিউড ছবি দেখতে ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে ভিড়! শয়ে শয়ে লোক কিন্তু বসতে দেওয়ার জায়গা নেই। ফলেই চূড়ান্ত গন্ডগোল।
Advertisment
একথা অজানা নয়, ফিল্ম ফেস্টিভাল শুরুর বেশ অনেকদিন আগে থেকেই ডেলিগেশন কার্ড বিতরণ শেষ হয়ে যায়। ফলে, পাস থাকার দরুন, সিনেমাহলে ভেতরে প্রবেশ করতে চাওয়া তাঁদের পক্ষে খুব স্বাভাবিক বিষয়। কিন্তু, রবিবার ধুন্ধুমার কান্ড নন্দন চত্বরে। এদিন, দেখানোর কথা ছিল কেনেডি। শহরে উপস্থিত ছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। এই ছবিতে মুখ্য ভুমিকায় রয়েছেন সানি লিওন।
অনুরাগের এই ছবি, দেশজুড়ে অনেক জায়গায় দেখানো হয়নি। ফলে, কলকাতায় এই ছবি দেখাতেই কাতারে কাতারে মানুষ এসে জড়ো হলেন। তারা ভিড় করলেন। তাঁর মধ্যে আরও এক বিষয়ে মানুষ মুখিয়ে ছিলেন। অর্থাৎ? গতকাল সন্ধ্যা ৭টায় এই ছবি দেখার কথা ছিল পরিচালকের খোদ। তিনি জানিয়েছিলেন, সকলের সঙ্গে বসে তিনি এই ছবি দেখবেন। আর যেই, লাগামছাড়া ভিড় বাড়তে থাকে ওমনিই দর্শকদের মধ্যে অস্বস্তি - অস্থিরতা চোখে পরে।
যে, পরিমাণ আসন সংখ্যা তার থেকে তিনগুণ বেশি ভিড়! সময়ের সঙ্গে সঙ্গে শুধুই মানুষের সংখ্যা বাড়ছে। লাইন দিয়ে অপেক্ষা করে দাঁড়িয়ে ছিলেন তারা। কিন্তু বাধ সাধলো এরপরেই। দর্শক আসন ভর্তি হয়ে গেলে নিরাপত্তারক্ষীরা দরজা বন্ধ করতে যান। এতেই মারমুখী জনতা। তাদের বক্তব্য, ডেলিগেশন কার্ড রয়েছে তাদের। ফলে ঢুকতে দিতে হবেই। শুরু হয় বচসা! হাতাহাতি, সংঘর্ষে পৌঁছায়।
যদিও, এরপর কলকাতা পুলিশের হস্তক্ষেপে সেই অশান্তি শেষ হয়। তবে, দুপক্ষের অনেকেই আহত হয়েছেন এতক্ষণে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বরাবরই নজর টানে বেশ কিছু বিষয়। সেখানে, এইবার বানর সাজে মানব কিংবা কেনেডি এবার বিরাট জনপ্রিয়তা পেয়েছে। যদিও, গতকালের ঘটনাকে রাজ চক্রবর্তী খুন স্বাভাবিক হিসেবেই দেখেছেন। তার কথায়, এসব খুব সাধারণ। মানুষ কেনেডির মত ছবি দেখতে আসবেন এটা খুবই ভাল। আর এতক্ষণ লাইনে দাঁড়ালে ধৈর্য হারাবেই। তাও, আমরা নিরুপায়।