/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/ie-aamir-kiran_670db2.jpg)
আমিরকে বিয়ে করার সিদ্ধান্তে কী বলেছিলেন প্রাক্তন স্ত্রী কিরণের মা-বাবা?
Kiran Rao Parents On Aamir Khan: অভিনয় বা সিনেমা তৈরির জন্য যেমন চর্চায় থাকেন, তেমনই ব্যক্তিগত জীবনের জন্যও বারবার লাইমলাইটে চলে আসেন আমির খান। ২০০৫ সালে কিরণ রাওয়ের সঙ্গে বৈবাহক বন্ধনে আবদ্ধ হন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। দীর্ঘ ১৫ বছর সংসার করার পর ২০২১-এ বিবাহবিচ্ছেদ হয় তারকা দম্পতির। তবে ডিভোর্সের পরও প্রাক্তন স্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমিরের।
ইরা খানের বিয়েতেও এসেছিলেন কিরণ। আজও একসঙ্গে ছবি প্রযোজনার কাজ করেন প্রাক্তন তারকা দম্পতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিরণ বলেন, আমিরের সঙ্গে বিয়ের সিদ্ধান্তে চমকে গিয়েছিলেন তাঁর বাবা-মা। দক্ষিণ ভারতীয় মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে বলিউডের সুপারস্টারকে বিয়ে করবেন এটা যেন হজম হয়নি কিরণের পরিবারের। বিয়ের সিদ্ধান্ত জানাতেই মা-বাবার মাথায় যেন বজ্রপাত হয়েছিল!
ANI-কে দেওয়া সাক্ষাৎকারে কিরণ বলেন, 'এটা শুনেই মা-বাবার চমকে গিয়েছিল। আমি এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছি এটা যেন ভাবতেই পারছিলেন না। আমার কথা শুনে এক পা পিছিয়ে যান। আমি একজন মানুষ যে জীবনে অনেক কিছু করতে চাইতাম। তাই ওঁরা চিন্তিত হয়ে পড়েছিসেন আমিরের লার্জার দ্যান লাইফের কারণে আমার অস্তিত্ব ঢাকা পড়ে যাবে। তবে আমির কোনওদিন আমাকে ওঁর মতো করে আশা করেননি। আমার মতো করেই আমাকে ভালবাসতেন। আমারল বিষয়ে খুশি হতেন। এটা ওঁর চরিত্রের খুব বড় গুণ। আমিরের পরিবার ভীষণ ভাল। সেই জন্যই ইরার সঙ্গেও ভাল সম্পর্ক ছিল। জুনায়েদ-ইরা একসঙ্গে বড় হয়েছে। পরিবার একটা মানুষকে তাঁর চারিত্রিক বৈশিষ্ট্যের নিরিখে ভালবাসবে। তাঁর ভূমিকা কী সেটা দেখে নয়।'
প্রাক্তন স্বামী প্রসঙ্গে কিরণ বলেন, 'আমির আর আমি সবসময় একে অপরের পাশে আছি। তবে এটাও ঠিক যখন নামজাদা কোনও ব্যক্তির সঙ্গে জীবন জড়িয়ে যায় তখন নিজের অস্তিত্ব কিছুটা হলেও হারিয়ে যায়। নিজেকে খুঁজে পেতে সত্যিই অনেকটা সময় লেগে গেল।' প্রসঙ্গত, ২০০৫ সালে আমিরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছলেন কিরণ রাও। ২০১১-এ আমির-কিরণের জীবনে আসে তাঁদের প্রথম সন্তান আজাদ রাও। ২০২১-এ ডিভোর্স ঘোষণা করেন প্রাক্তন তারকা দম্পতি।