scorecardresearch

বড় খবর

জমে উঠল হ্যারি-টিনটিনের আড্ডা! দেব বলছেন, ‘এখনও সোহমের থেকে অভিনয় শিখি’, দেখুন

‘কিশমিশ’-এ মজেছেন ‘কলকাতার হ্যারি’.. দেব-সোহমের আর্জি- ‘বাংলা সিনেমা দেখুন’।

Dev, Soham chakraborty, Dev-Soham urges to watch bengali cinema, দেব, সোহম চক্রবর্তী, দেব-সোহম, কলকাতার হ্যারি, কিশমিশ, কলকাতার হ্যারি দেখার আর্জি দেবের, বাংলা সিনেমা রিলিজ, bengali news today
দেব, সোহম চক্রবর্তী

‘কলকাতার হ্যারি’ মজলেন ‘কিশমিশ’-এর মিষ্টত্বে। শুক্রবার যখন টালিগঞ্জের স্টুডিও পাড়া চত্বরে ‘মিনি-নন্দনের’ উদ্বোধন হল, সেখানেই জমে উঠল হ্যারি আর টিনটিন.. থুড়ি দেব-সোহমের (Dev, Soham Chakraborty) আড্ডা। দুই তারকারই আর্জি, “হলে গিয়ে বাংলা সিনেমা দেখুন। বাংলা সিনে-ইন্ডাস্ট্রিকে আরও সমর্থন করুন।”

২৯ এপ্রিল মুক্তি পেয়েছে ‘কিশমিশ’। দর্শকদের অনেকেই দেব-রুক্মিণীর মিষ্টি রোম্যান্সে মজেছেন। ৭ মে, একই দিনে মুক্তি পেল দুই বাংলা ছবি- ‘কলকাতার হ্যারি’ এবং ‘মিনি’। একদিকে সোহম চক্রবর্তী আর অন্যদিকে মিমি চক্রবর্তী। অনুরাগীরা হয়তো বক্স অফিসে দুই চক্রবর্তীর লড়াই আশা করেছিলেন। তবে তারকারা কিন্তু একে-অপরের সিনেমাকে সমর্থন করাতেই বিশ্বাসী। দক্ষিণী সিনেমা বক্স অফিসে জাঁকিয়ে বসেছে। ওদিকে বিগ বাজেট বলিউডি ছবির হুঙ্কার! অতঃপর বিনোদুনিয়ার বাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ঘরের মধ্যে লড়াই না করে একে-অপরকে সমর্থন করতে হবে, সেই পন্থাই অবলম্বন করে চলেছেন এখন বাংলা সিনেজগতের তারকারা।

দর্শকদের উদ্দেশে সোহমের মন্তব্য, “পুজোর সময় যেমন ঘোরার দিন ভাগ করে নেন। এক্ষেত্রেও তাই করুন। শনিবার আমার ‘কলকাতার হ্যারি’ দেখলে, রবিবার মিমির ‘মিনি’ দেখুন।” শুধু তাই নয়, দেবের সঙ্গে আড্ডার একটি ভিডিও শেয়ার করেছেন সোহম। সেখানেই দেখা গেল যে, হ্যারি-টিনটিনের আড্ডা একেবারে জমে উঠেছে।

কলকাতার হ্যারি

‘কলকাতার হ্যারি’ দেখার আর্জি জানিয়ে দেব বললেন, “আমার ভাই-বন্ধু সোহমের ছবি রিলিজ করেছে, প্লিজ দেখবেন। ও আমাদের প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা। ওকে দেখে আমি অভিনয় শিখতাম। সত্যি!” দেবের মুখে এমন কথা শুনে কথার মাঝেই বাঁধা দেন সোহম। তবে কে কার কথা শোনে? দেবও দিব্যি ব্যাটিং চালিয়ে যান- “‘কলকাতার হ্যারি’ সবার দেখার মতো ছবি। আট থেকে আশি উপভোগ করতে পারবেন। এখন গরমের ছুটি পড়ে গিয়েছে, বাচ্চাদের সিনেমাহলে নিয়ে দেখান ছবিটা। বন্ধু-বান্ধব, বাবা-মা-সপরিবারে, এমনকী একাও যেতেগিয়ে দেখতে পারেন। হলে গিয়ে দেখুন।”

[আরও পড়ুন: ‘মার্ভেল’ সিরিজে ফারহান আখতার, নয়া ইনিংসের জন্য শুভেচ্ছায় ভরালেন করণ-অর্জুনরা]

কিশমিশ

এরপরই দেবকে ধন্যবাদ জানিয়ে সোহমের মন্তব্য, “‘কলকাতার হ্যারি’ যেমন দেখবেন, ২৯ এপ্রিল ‘কিশমিশ’ রিলিজ করেছে। আপনারা যে সেই ছবি দেখে ইতিমধ্যেই পজিটিভ বার্তা দিয়েছেন, সেই প্রেক্ষিতে বাংলা সিনে ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে আপনাদের সকলকে ধন্যবাদ। এবং আগামী দিনে যে কটা বাংলা ছবি রিলিজ করছে, সেগুলো দেখুন। প্রথমেই প্লিজ, ভাল-খারাপ বিচার করতে বসবেন না। সিনেমা হলে গিয়ে ছবি দেখে মতামত দিন। যদি আমাদের কোনও ভুল থাকে, তাহলে আগামীতে অবশ্যই আমরা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তাই দয়া করে বাংলা ছবির সঙ্গে থাকুন।”

দেব-সোহমের এমন ভিডিও বার্তায় বেজায় খুশি অনুরাগীরা। উপরন্তু দুই তারকাকে একসঙ্গে একফ্রেমে দেখতে পেয়ে ততোধিক উচ্ছ্বসিত হয়ে উঠেছেন তাঁরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Kishmish star dev kolkatar harry soham urges audience to watch bengali film