scorecardresearch

Kisi ka Bhai Kisi ki jaan: এবারও বৃথা চেষ্টা করলেন সলমন? চলল না অ্যাকশান-কারসাজি!

কেমন হল সলমনের নতুন ছবি? জমল সিনেমা হল?

kisi ka bhai kisi ka jaan movie review salman failed this time?
কেমন হল এই ছবি?

‘কিসি কা ভাই কিসি কি জানের’ ক্রেডিট লাইনে অন্য কেউ নেই। কাস্টের অন্য প্রত্যেকেই অস্তিত্বহীন প্লটের সঙ্গে আনুষঙ্গিক। সকলেই সেখানে উপস্থিত ছিলেন সলমনের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন বলেই।

যদিও, সলমন একা কোনও ছবিতে নিজের পারদর্শিতা দেখাতে ব্যর্থ। এদিকে, নিজের চরিত্রকে দারুণ ফুটিয়ে তুলেছেন একমাত্র পুজা হেগড়ে। ভাগ্যলক্ষ্মী মন জয় করেছেন দর্শকদের। আর বাকিরা? ছবিতে রয়েছেন অনেকেই। সিদ্ধার্থ নিগম, রাঘব জুয়েল, জেসি গিল রয়েছেন সলমনের ভাইয়ের চরিত্রে। অন্যদিকে, শেহনাজ গিল-পলক তিওারি এবং ভিনালি ভাটনগর রয়েছেন তাঁদের প্রেমিকা হিসেবে।

আরও পড়ুন [ স্বামী রিতেশের চাপেই বলিউডকে আলভিদা জেনেলিয়ার? গুঞ্জন উঠতেই সত্যিটা সামনে আনলেন ]

যদিও দক্ষিণি দলের বেশিরভাগ এক্ষেত্রে ফেইল করেছেন বলা যায়। ভেঙ্কটেশ থেকে জগপতি বাবু…শুরুর দিকে তাঁদের দেখা না মিললেও পরের ভাগে রয়েছেন বেশ কিছু দৃশ্যে। প্রথম ভাগে নিদারুণ করিশ্মা দেখিয়েছেন ভাইজান। তাঁর ‘ভাই ওয়াক’ হোক অথবা অ্যাকশান- খামতি থাকে নি কোনওকিছুতেই। তবে স্ক্রিপ্টের দিকে বিন্দুমাত্র কোনও ভাবনা চিন্তা করেন নি কেউই। ভিজেন্দর সিং রয়েছেন এই ছবিতে। যদিও তাঁর অভিনয় নিয়ে প্রশ্ন উঠেছে বারংবার। সতীশ কৌশিককে একটুও ব্যবহার করা হয়নি সঠিকভাবে।

সলমনের দুই বিখ্যাত হিরোইন অর্থাৎ ভূমিকা চাওলা এবং ভাগ্যশ্রী থাকলেও কোনও রসায়নই কাজ করে নি। নামে ভাইজান থাকলেও ছবিটি যে একেবারেই দর্শকদের মনপ্যুত হবে না একথাই পরিস্কার। এমনকি ক্লাইমেক্সেও নেই উত্তেজনা। যে ভাইজান জামা খুললে চিৎকার-শোরগোল থাকত সিনেমাহল জুড়ে। সেখানেও দেখা গেল বদল।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Kisi ka bhai kisi ka jaan movie review salman failed this time