আজও তাকে ছাড়া এক মুহূর্তেও দিন কাটছে না সঙ্গীত অনুরাগীদের। কেকের মৃত্যুর পর থেকে মন খারাপের রেশ কাটছেই না। শিল্পীকে ট্রিবিউট জানাতেও দেখা গেছে অনেককেই। আর ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে এবার আবারও তাঁর উদ্দেশ্যে গান ধরলেন দুই সন্তান তামারা এবং নকুল।
Advertisment
কেকের সেই বিখ্যাত গান ইয়ারো - হেন কোনও কলেজ সোশ্যাল নেই যেখানে এই গান শোনা যায় নি। তবে, এবার পুনরায় এই গানকে সকলের সামনে তুলে ধরলেন তামারা এবং নকুল। সঙ্গে ছিলেন, শান, বেনি দয়াল, পাপন এবং অন্যান্য। পছন্দের শিল্পী তথা বন্ধুর গানে গলা মেলালেন সকলে। ইনস্টাগ্রামে শেয়ার করে তামারা লিখলেন, এই প্রথম নকুল আর আমি একসঙ্গে গাইলাম। আশা করছি বাবাও আমাদের সঙ্গে গাইছেন। তারসঙ্গে সকল গণ্যমান্য শিল্পীদের ধন্যবাদ। আশা করছি আপনারাও অতটাই আনন্দ পেয়েছেন যতটা আমরা পেয়েছি।
২৪ বছর আগে এই একই স্টুডিওতে দাঁড়িয়ে ইয়ারো গান রেকর্ড করেছিলেন কেকে। সেই স্থানেই আবার মুহূর্তদের বাঁচিয়ে তুললেন তামারা এবং নকুল। লিখলেন, এই অনুভূতি যে কী দারুণ সেটা আমিই বুঝতে পারছি। ভোলার নয়। তোমায় অনেক ভালবাসি বাবা। শিল্পীদের বেশিরভাগই আপ্লুত এই বিশেষ ট্রিবিউটে সামিল থাকতে পেরে।
গানের শুরুতেই কেকের শেষ পারফরমেন্সের ভিডিও। এবং সেই দেখেই চোখে জল ভক্তদের। ৩১ শে মে কলকাতায় অনুষ্ঠান করতে এসেই হৃদরোগে মৃত্যু হয় শিল্পীর।