সন্তানের প্রথম ছবি পোস্ট করলেন কোয়েল, সোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা

কোয়েল ও নিসপাল সিং রানের সন্তানের প্রথম ছবি পোস্ট করা হয়েছে সোশাল মিডিয়ায়। আনন্দের খবরে দম্পতিকে অভিনন্দন জানিয়েছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি।

কোয়েল ও নিসপাল সিং রানের সন্তানের প্রথম ছবি পোস্ট করা হয়েছে সোশাল মিডিয়ায়। আনন্দের খবরে দম্পতিকে অভিনন্দন জানিয়েছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মঙ্গলবার সকালেই এসেছিল খুশির খবর। মা হলেন কোয়েল মল্লিক। কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তার কিছুক্ষণের মধ্যেই কোয়েল ও নিসপাল সিং রানে, সন্তানের প্রথম ছবি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়।

Advertisment

হাসপাতালের বিছানায় শুয়ে কোয়েল ও তাঁর সদ্যোজাত, পাশে নিসপাল সিং রানে। কোয়েলের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই ছবি শেয়ার করে লেখেন- ''আমাদের ছোট্ট অতিথি সকালেই পৃথিবীতে এসেছে। আপনাদের সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিলাম। প্রাণভরে আর্শীবাদ করবেন।''

আরও পড়ুন, মা হলেন কোয়েল, সকাল সকাল এল সুখবর

কোয়েল ছবি পোস্ট করা মাত্রই সোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। এই দুঃসময়ে আনন্দের খবরে নতুন বাবা-মাকে টুইট করে অভিনন্দন জানিয়েছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বললেন, ''পৃথিবীর নতুন তারকাকে স্বাগত। তোমাদের সদ্যোজাত সন্তান পরিবারে আরও ভালবাসা ও আর্শীবাদ নিয়ে আসে। শুভকামনা রইল।''

Advertisment

আবির চট্টোপাধ্যায় লিখলেন, ''ঘুম থেকে উঠেই সেরা খুশির খবর এবং তাও আবার একটা মিষ্টি কাপলের থেকে। অভিনন্দন। খুদেকে ভালবাসা।''

আরও পড়ুন, কুপ্রস্তাব পেয়েছিলেন আয়ুষ্মান খুরানাও, সামনে এল কুৎসিত সেই ঘটনা

এপ্রিলের শেষে কিংবা মে-এর শুরুতেই মিলতে পারে সুখবর আগেই জানিয়েছিলেন কোয়েলের পরিবার। টলিউডের প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে ২০১৩ সালে গাঁটছড়া বাঁধেন কোয়েল। বহুবারই কোয়েলের মা হওয়ার গুঞ্জন শোনা গিয়েছে, কিন্তু সে সবে কখনওই পাত্তা দেননি বিশেষ। বরাবরের মতো গুজব এড়িয়েই চলেছেন তিনি। অবশেষে মিলল সুখবর। অভিনেত্রীর পরিবারে এই নতুন সদস্যের আগমন হল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

koel mallick