Advertisment

মহালয়ার ভোরে কালার্স বাংলায় 'নবরূপে মহাদুর্গা', ‘মাতৃ’রূপে কোয়েল মল্লিক

আগামীকাল ভোর কটায় দেখা যাবে এই অনুষ্ঠান? জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
New Update
Koel Mallick, Mahalaya, Durga Puja 2021, Koel Mallick will be seen as Durga, কোয়েল মল্লিক, মহালয়া, কালার্স বাংলা, মহিষাসুরমর্দিনীরূপে কোয়েল মল্লিক, bengali news today

কালার্স বাংলায় 'নবরূপে মহাদূর্গা', ‘মাতৃ’রূপে কোয়েল মল্লিক

রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। টিভি খুললেই চ্যানেলে চ্যানেলে মহিষাসুরমর্দিনীর অনুষ্ঠান। প্রতিবছরই পুজোর আগে জোর টক্কর শুরু হয়, কোন চ্যানেলের মহালয়া সবচাইতে বেশি আকর্ষণীয় হবে? কার কন্টেন্ট কতটা বেশি সমৃদ্ধ হবে? তবে দর্শকদের উৎসাহ খানিক অন্য জায়গায়। সেটা হল এবার মহিষাসুরমর্দিনীর ভূমিকায় কাকে দেখা যাবে? এবারও তার অন্যথা হয়নি। আগেই জানা গিয়েছে যে কালার্স বাংলায় দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিককে (Koel Mullick)। এবার দূর্গারূপে অভিনেত্রীর ছবি প্রকাশ্যে এল।

Advertisment

মহালয়ার ভোরে কালার্স বাংলা চ্যানেলে 'নবরূপে মহাদুর্গা' অনুষ্ঠানে মহিষাসুরমর্দিনী অবতারে ধরা দেবেন কোয়েল মল্লিক। এবছর মা দুর্গার ৯টি রূপ নিয়ে মহালয়ার গল্প সাজিয়েছে সংশ্লিষ্ট চ্যানেল। নেপথ্যে চিত্রনাট্য লেখক রঙ্গন চক্রবর্তী।

<আরও পড়ুন: রুক্মিণী মৈত্রর বলিউড ডেবিউ, ‘সনক’-এর ট্রেলারে নজর কাড়লেন বিদ্যুৎ জামওয়াল>

মহিষাসুর বধের পাশাপাশি মা দুর্গার নয়টি রূপের ভূমিকা এবং মাহাত্ম্যও দেখানো হবে অনুষ্ঠানে। তার সঙ্গে জমজমাট গান। কালার্স বাংলা চ্যানেলে 'নবরূপে মহাদুর্গা' অনুষ্ঠানের মিউজিকের দায়িত্বে দেবজ্যোতি মিশ্র। কোয়েল যেখানে মহিষাসুরমর্দিনীর ভূমিকায় ধরা দেবেন, সেখানে দুর্গার বাকি নয়টি অবতারে দেখা যাবে জনপ্রিয় টেলিনায়িকাদের। তাঁদের মধ্যে রয়েছেন- উষসী রায়, অদ্রিজা রায়, পল্লবী দে, তিতিষ্কা, টুম্পা ঘোষ, দেবলীনা কুমার, শ্রীমা-র মতো অভিনেত্রীরা। আগামীকাল ভোর ৫টায় চোখ রাখুন কালার্স বাংলা চ্যানেলে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mahalaya 2021 durga puja 2021 tollywood koel mallick
Advertisment