তখনও কোয়েল হয়ে ওঠেননি তিনি। সকলের কাছে পরিচিতি রুক্মিণী নামেই। ইন্ডাস্ট্রিতে তাঁকে সকলে চেনেন রঞ্জিত মল্লিকের মেয়ে হিসেবে। অভিনয়ের পাশাপাশি কলেজে পড়ছেন তিনি তখন। কিন্তু.. .
ইন্ডাস্ট্রিতে বাবার খাতির যেমন ছিল, তেমন মেয়েকে বেশ শাসনেই বড় করেছেন তিনি। পড়াশোনা শেষ না করে, তাঁকে সিনেমার দুনিয়ায় পাও রাখতে দেননি তিনি। কিন্তু, শুরুর দিকে বেশ লজ্জা পেতেন কোয়েল। কিসের জন্য? অভিনয়ের কারণে! না! একেবারেই না, বরং তাঁর কলেজে লজ্জার কারণ ছিল অন্য জায়গায়। যেমন..
তখন সদ্য সদ্য মোবাইল ফোন উঠেছে বাজারে। কারওর কাছে তখন ফোন নেই। আবার অনেকের তো সামর্থ ছিল না। কোয়েলের কাছে তখন ফোন রাখতেই হবে। সদ্য অভিনয় শুরু করেছেন। মাঝে মাঝে পরিচালকের ফোন আসত তাঁর কাছে। কল টাইম সংক্রান্ত নানা বিষয় জানতে তখন ফোন রাখতেই হবে। কিন্তু, কলেজে ফোন নিয়ে যেতেই অভিনেত্রীর বেজায় লজ্জা লাগত। কারণ?
আরও পড়ুন < চুমু-বিতর্ক, ভয়ঙ্কর মেজাজ হারাচ্ছেন সলমন! বিগ বস ছাড়ার সিদ্ধান্ত নিলেন ভাইজান? >
তিনি বলেন, "কলেজে তখন আমায় ফোন নিয়ে যেতে হবে। কখন কি কল টাইম সেটা দেখার জন্য, ফোন আসত মাঝেমধ্যে। আর আমার কী লজ্জা লাগত। তাঁর একটাই কারণ, কারওর কাছে ফোন নেই। আমি ভাবছি, কেউ নিয়ে যাচ্ছে না। তখন তো সবে সবে শুরু। আমি লজ্জার চোটে ফোনটাকে বন্ধ করে রেখে দিতাম। শুধু, লাঞ্চ ব্রেকে একটাবার দেখে নিতাম। যে কারওর ফোন এসেছে কিনা।"
উল্লেখ্য, কিছুদিন আগেই মিতিন মাসির শুটিং শেষ করেছেন তিনি। পুজোয় রিলিজ ছবির। তাঁর সঙ্গে তো সংসারের দায়-দায়িত্ব রয়েছেই। ছেলে স্বামীকে নিয়ে সবেমাত্রই ঘুরে এলেন। এখন রিলিজের আগে অনেক কাজ।