Advertisment
Presenting Partner
Desktop GIF

পাণ্ডিয়া-রাহুল বিতর্কের ‘দায়’ নিলেন করণ জোহর

‘‘যেহেতু এটা আমার শো, তাই এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। ওঁদের অতিথি হিসেবে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। সুতরাং শোতে যা হয়েছে তার দায় আমার। অনেক রাত আমি ঘুমোতে পারিনি।’’

author-image
IE Bangla Web Desk
New Update
karan johar, করণ জোহর

হার্দিক পাণ্ডিয়া ও কে এল রাহুলের সঙ্গে করণ জোহর। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

‘কফি উইথ করণ’ সিজন ৬-এর কাউচে বসে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়েছেন হার্দিক পাণ্ডিয়া ও কে এল রাহুল। নারীবিদ্বেষী ও যৌন বিষয়ক মন্তব্য করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে টিম ইন্ডিয়ার ওই দুই ক্রিকেটার। যাঁর শোয়ে এসে বেফাঁস মন্তব্য করায় সাসপেন্ড হতে হয়েছে ওই দুই ক্রিকেটারকে, সেই করণ জোহর এবার এই বিতর্কে মুখ খুললেন।

Advertisment

পাণ্ডিয়া ও রাহুলকে নিয়ে বিতর্ক প্রসঙ্গে ইটি নাও-কে দেওয়া এক সাক্ষাৎকারে করণ বলেছেন, ‘‘যেহেতু এটা আমার শো, তাই এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। ওঁদের অতিথি হিসেবে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। সুতরাং শোতে যা হয়েছে তার দায় আমার। অনেক রাত আমি ঘুমোতে পারিনি। শুধু এটাই ভাবছি, এই ক্ষতি কীভাবে পূরণ করব। কে শুনবেন আমার কথা? পরিস্থিতি এমন দিকে এগিয়েছে, যা আমার হাতের বাইরে।’’

আরও পড়ুন, বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চাইতে বাধ্য হলেন পাণ্ডিয়া

এ প্রসঙ্গে করণ আরও বলেছেন, ‘‘আমি নিজের পিঠ বাঁচাচ্ছি না। আমি ওঁদের যা প্রশ্ন জিজ্ঞেস করেছি, তা সকলকে করি, এমনকি মহিলাদেরও...অতিথিরা কী উত্তর দেবেন, তা আমার উপর নির্ভর করে না। ১৬-১৭টি মেয়েকে নিয়ে আমার কন্ট্রোল রুম রয়েছে। শো-টা গোটাটাই মহিলাদের দ্বারা পরিচালিত। আমিই একমাত্র পুরুষ সেখানে। কেউই আমায় বলেনি যে, ‘করণ, এটা ঠিক ছিল না।’’

উল্লেখ্য, বিতর্কের জেরে হার্দিক পাণ্ডিয়া ও কে এল রাহুলকে সাসপেন্ড করেছে বোর্ড। তাঁদের বিরুদ্ধে তদন্ত করা হবে। এমনকি, মুম্বইয়ের খার জিমখানা ক্লাব হার্দিক পাণ্ডিয়ার সাম্মানিক সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে। রাহুল-পাণ্ডিয়ার মন্তব্যের নিন্দা করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিও। তিনি বলেছেন তাঁর দল এ ধরনের মন্তব্য সমর্থন করে না। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য বলেছেন, “মানুষ মাত্রই ভুল করে। এটা নিয়ে বেশি আর না এগোনোই ভাল। যেই ভুল করে থাকুক না কেন সে নিশ্চয়ই উপলব্ধি করবে। আরও ভাল মানুষ হয়ে উঠবে সে। আমরা প্রত্যেকেই মানুষ, যন্ত্র নই। ফলে সবসময় পারফেক্ট হতে পারি না। এখান থেকে এগিয়ে যেতে হবে। এটা নিশ্চিত করতে হবে, ভবিষ্যতে যেন এই ভুল আর না হয়।”

Read the full story in English

karan johar Hardik Pandya
Advertisment