/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/koffee-with-karan-rajkummar-bhumi-759.jpg)
কফি উইথ করণে এই প্রথম আসছেন ভূমি পেডনেকর ও রাজকুমার রাও।
করণ জোহর সঞ্চালিত 'কফি উইথ করণের' ষষ্ঠ সিজন শুরু হয়েছে ২১ অক্টোবর থেকে। অভিনেতা রাজকুমার রাও এবং ভূমি পেডনেকর শুটিং করলেন করণের সঙ্গে কফির আড্ডার। কেজো নিজেই তাঁর টুইটারে শেয়ার করেছেন শুটের ছবি। উল্লেখ্য আলিয়া ভাট এবং দীপিকা পাড়ুকোনকে দিয়ে শুরু হয়েছিল করণের বিতর্কিত শোয়ের এই সিজন।
বৃহস্পতিবার করণ জোহর টুইট করেন, "সুপার ফান কফি কাপের শুট করলাম ভূমি পেডনেকর ও রাজকুমার রাওয়ের সঙ্গে।"
Shot for a super fun cup of koffee today with @psbhumi and @RajkummarRao !! #KoffeeWithKaranSeason6@StarWorldIndia@hotstartweetspic.twitter.com/Gs4yUEkcLo
— Karan Johar (@karanjohar) October 25, 2018
কফি উইথ করণের শুটে আনন্দ করেছেন রাজকুমার রাও। টুইটারে তিনি লিখেছেন, "কফি আমি ভালবাসি কিন্তু এই কফিটা স্পেশাল। করণ জোহর ও ভূমি পেডনেকরের সঙ্গে অত্যন্ত ভাল সময় কাটল।"
Had a great cup of coffee today with my fav @karanjohar and the brilliant @RajkummarRao ❤️
Fun fun fun ???? #KoffeeWithKaranpic.twitter.com/DylW3NA37N— bhumi pednekar (@psbhumi) October 25, 2018
ভূমিও এই শো নিয়ে বেশ উত্তেজিত। তিনি টুইটারে লেখেন, ''আজ কফিটা ভীষণ ভাল ছিল করণ জোহর ও রাজকুমার রাওয়ের সঙ্গে। ফান, ফান, ফান''।
আরও পড়ুন, ‘স্টপ মেকিং সেন্স’: সার্থক ‘কফি উইথ করণের’ এই ট্যাগলাইন
২০০৪ সালে এই শো শুরু হওয়ার পর থেকেই জনপ্রিয়তা পেতে থাকে। অনেক তারকা তো নিজের অজান্তেই পছন্দ অপছন্দ নিয়ে কথা বলে ফেলেন, যা তাঁদের সচরাচর বলতে দেখা যায় না। কফি কুইজ ও র্যাপিড ফায়ার রাউন্ড তো ভীষণ জনপ্রিয়। তার একটা কারণ অবশ্য করণ জোহরের ব্যক্তিত্ব। বলিউড ফ্যানেদের কফি উইথ করণ যে সবচেয়ে প্রিয় টক শো তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, সামনের এপিসোডে করণের সঙ্গে আড্ডা দিতে আসছেন রণবীর সিং ও অক্ষয় কুমার। প্রতি রবিবার রাত ন'টায় স্টার ওয়ার্ল্ডে দেখা যায় কফি উইথ করণ।
Read the full story in English