/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/koffee-with-karan-759.jpg)
কফি উইথ করণ সিজন ৬ শুরু হচ্ছে ২১ অক্টোবর থেকে।
কফি উইথ করণের ষষ্ঠ সিজনের ট্রেলার মুক্তি পেয়েছে ইতিমধ্যেই আর শোয়ের হোস্ট করণ জোহর জানিয়ে দিয়েছেন, "যদি আপনারা উত্তর পছন্দ করেন তাহলে আমিও সমস্ত ধরনের প্রশ্ন করতে পারি"।
ট্রেলারে পরিচালক করণ জোহরের ছোটবেলা থেকে কিশোর বয়স পর্যন্ত বিভিন্ন সময়ের প্লট তুলে আনা হয়েছে যেখানে তিনি যেকোনও ধরনের প্রশ্ন করছেন সকলকে। চমকে গেলেও বা বিব্রত হলেও নাছোড়বান্দা করণ জোহর। আসলে প্রত্যেকেই জানেন, করণের এই শো বিগত দিনেও বহু বিতর্কের সৃষ্টি করেছে। আর এই সিজনেও তাই দর্শকের প্রত্যাশা অনেকটাই। সে সব দিকের কথা ভেবেই যেন তৈরি হয়েছে ট্রেলারও।
আরও পড়ুন, ঠাগস অফ হিন্দুস্থানে কেমন লুকে ধরা দিচ্ছেন অমিতাভ বচ্চন?
গতবছর কঙ্গনা রানাওয়াত বলেন করণ নাকি বলিউডে নেপোটিজম অর্থাৎ স্বজনপোষণের পতাকাবাহী হয়ে রয়েছেন। আর অভিনেত্রীর এই মন্তব্যের পরই বলিউডে নেপোটিজম বিতর্ক আবার সামনে চলে আসে। ২০০৪ সালে এই শো শুরু হওয়ার পর থেকেই জনপ্রিয়তা পেতে থাকে। অনেক তারকা তো নিজের অজান্তেই পছন্দ অপছন্দ নিয়ে কথা বলে ফেলেন, যা তাঁদের সচরাচর বলতে দেখা যায় না। কফি কুইজ ও র্যাপিড ফায়ার রাউন্ড তো ভীষণ জনপ্রিয়। তার অবশ্য একটা কারণ করণ জোহরের ব্যক্তিত্ব। বলিউড ফ্যানেদের কফি উইথ করণ যে সবচেয়ে প্রিয় টক শো তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
করণ নিজেও টুইট করেছেন শোয়ের টিজার। আবার বলেছেন তিনি নাকি আনফ্রেন্ড করার মতো বন্ধু।
Launching the story of the UNAFRAID BOY!!!!!! https://t.co/4FTuFewNa0@StarWorldIndia@hotstartweets
— Karan Johar (@karanjohar) September 18, 2018
নির্মাতারা অবশ্য শোয়ের প্রথম এপিসোড নিয়ে কিছুই বলেননি। এমনকি অতিথি তালিকাও জানাননি। তবে কফি উইথ করণ কিন্তু শুরু হচ্ছে ২১ অক্টোবর থেকে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us