Advertisment

'ফুলশয্যায় ক্লান্তি'! গোপন কথা ফাঁস আলিয়ার, লজ্জায় মুখ ঢাকলেন করণ

কী এমন বললেন আলিয়া ভাট? যা শুনে হতবাক করণ জোহর! দেখুন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Koffee with Karan season 7, Alia Bhatt marriage, Alia Bhatt karan johar, Ranbir-Alia, Alia bhatt pregnant, কফি উইথ করণ, করণ জোহর, রণবীর সিং, আলিয়া ভাট, কফি উইথ করণ-ই আলিয়া ভাট, আলিয়ার ফুলশয্যা, bengali news today

আলিয়া ভাট, করণ জোহর

হচ্ছিল রণবীর-আলিয়ার বিয়ের কথা। পাশেই উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির আরেক রণবীর, তিনি করণ জোহরের 'রকি'। আড্ডার মাঝে বিয়ের কথা উঠতেই ফুলশয্যার কথা পাড়লেন আলিয়া ভাট। যা শুনে করণ জোহরের তো লজ্জায় মুখ ঢাকার জোগাড়! আর কোস্টার 'রানি'র কথা শুনে রণবীর সিং হেসে গড়িয়ে গেলেন।

Advertisment

এবার প্রশ্ন, কী এমন বললেন আলিয়া ভাট (Alia Bhatt), যা শুনে হতবাক করণ-রণবীররা? ‘কফি উইথ করণ’-এর ব়্যাপিড ফায়ার রাউন্ডে সঞ্চালক করণ জোহর (Karan Johar) আলিয়াকে প্রশ্ন ছোঁড়েন- "বিয়ের পর এমন কোন জিনিসটা দেখে তোমার মনে হয়েছিল যে এটা মিথ?" ঝটপট কাপুর-বধূর উত্তর- "ফুলশয্যা। ওসব সুহাগরাত-টাত কিছুই হয় না। কারণ তখন সবশেষে অনেক ক্লান্ত লাগে।" আলিয়া ভাট ফুলশয্যার এমন বড়সড় গোপন তথ্য করায় তখন করণ-রণবীর হেসে গড়িয়ে পড়েন।

প্রসঙ্গত, সম্প্রতি ‘কফি উইথ করণ’ (Koffee with Karan 7)-এর ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা গেল করণের কাউচের পয়লা অতিথি তাঁর 'রকি-রানি' ওরফে রণবীর সিং ও আলিয়া ভাট। উল্লেখ্য, রণবীর কাপুর অবশ্য আগেভাগেই করণের শোয়ের অতিথি হতে নারাজ, জানিয়ে দিয়েছেন।

<আরও পড়ুন: Akshay Kumar: রাজনীতিতে অক্ষয়? বিরাট আপডেট দিলেন ‘খিলাড়ি’>

‘কফি উইথ করণ’-এর ট্রেলারেই ফুলশয্যার সিক্রেট ফাঁস করতে শোনা গিয়েছে আলিয়া ভাটকে। এরপর সঞ্চালক 'মাই ম্যারেজ' নিয়ে কথা বলতে বললে, আলিয়া তাঁর নিজের বিয়ের পরিবর্তে করণের বিয়ে নিয়ে কথা বলতে শুরু করেন। আসলে তিনি প্রশ্নটাই ধরতে পারেননি। ভাট-কন্যার এমন কাণ্ডকীর্তি দেখে রণবীর সিং তাঁকে জিনিয়াস 'অফ দ্য ইয়ার'-এর আখ্যা দেন।

প্রসঙ্গত বলিউড নিয়ে করণের ফোড়ণ! আর কাউচে সেলিব্রিটি। সঙ্গে গরম কফি। গল্প মজবে না মানে? আলবাৎ! মজবে। কারণ এবার নতুন টুইস্ট নিয়ে হাজির ‘কফি উইথ করণ’। রণবীর সিং, আলিয়া ভাট, সারা আলি খান, জাহ্নবী কাপুর, অক্ষয় কুমার, কিয়ারা আডবানি, সামান্থা থেকে অনিল কাপুর, বরুণ ধাওয়ান, বিজয় দেবেকোন্দ্রা। প্রত্যেকের হাঁড়ির খবর বের করবেন করণ জোহর। আগামী ৭ জুলাই থেকে দেখুন ডিজনি হটস্টারে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

karan johar alia bhatt koffee with karan ranbir kapoor bollywood Ranveer Singh Entertainment News
Advertisment