/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/karan.jpg)
প্রকাশ্যে 'কফি উইথ করণ'-এর সপ্তম সিজন
বলিউড নিয়ে করণের ফোড়ণ! আর কাউচে সেলিব্রিটি। সঙ্গে গরম কফি। গল্প মজবে না বলছেন? আলবাৎ! মজবে। কারণ এবার নতুন টুইস্ট নিয়ে আসছে 'কফি উইথ করণ'। শনিবার শোয়ের ট্রেলার মুক্তি পেতেই তা আন্দাজ করা গেল। কে নেই? রণবীর সিং, আলিয়া ভাট, সারা আলি খান, জাহ্নবী কাপুর, অক্ষয় কুমার, কিয়ারা আডবানি, সামান্থা থেকে অনিল কাপুর, বরুণ ধাওয়ান, বিজয় দেবেকোন্দ্রা। প্রত্যেকের হাঁড়ির খবর বের করবেন করণ জোহর।
'কফি উইথ করণ'-এর সপ্তম সিজন এটা। তবে এবার আর টেলিভিশন চ্যানেলে নয়, বরং পরিবর্তে এই শো দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। ট্রেলারের শুরুতেই করণের দুই নয়নমণি 'রকি অউর রানি' রণবীর-আলিয়াকে দেখা গেল শোয়ে। অনিলের সঙ্গে কাউচ শেয়ার করবেন বরুণ ধাওয়ান। অন্যদিকে, বলিপাড়ার দুই বান্ধবী জাহ্নবী ও সারাকে একে-অপরকে নিয়ে রসিকতা করতে দেখা গেল করণের শোয়ে।
<আরও পড়ুন: সুশান্ত-প্রেমিকা রিয়া চক্রবর্তী এবার বাংলা সিনেমায়!>
এছাড়াও করণ প্রযোজিত লাইগার সিনেমার হিরো তথা দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেকোন্দ্রার সঙ্গে উপস্থিত থাকবেন অনন্যা পাণ্ডে। তারকাদের ব্যক্তিগত জীবন থেকে কর্মক্ষেত্র, সবকিছু নিয়েই প্রশ্ন করবেন সঞ্চালক করণ। ব়্যাপিড ফায়ার রাউন্ড, নাচ-গান আড্ডা সবই থাকছে। ট্রেলারেই দেখা গেল রণবীরকে তাঁর সেক্স প্লে-লিস্ট ফাঁস করতে। অন্যদিকে, সারা আলি খান বললেন, তাঁর প্রাক্তন নাকি সবার-ই প্রাক্তন। যা শুনে হেসে গড়ালেন পাশে বসে থাকা জাহ্নবী।
It's edgy? It's spicy? It's playful?
It's all of the above - catch a sneak peek into some of the guests making this season the hottest one ever!#HotstarSpecials#KoffeeWithKaran S7 new season starts 7th July only on @DisneyPlusHS@apoorvamehta18@jahnvio@aneeshabaig@Dharmatic_pic.twitter.com/sJv9NeZzuf— Karan Johar (@karanjohar) July 2, 2022
এখানেই অবশ্য শেষ নয়। সামান্থা তাঁর ডিভোর্সের জন্য দায়ী করলেন করণ জোহরকে। কারণ, পরিচালক-ই নাকি 'কভি খুশি কভি গম' ছবিতে দেখিয়ে দিয়েছেন জীবন কেমন হওয়া উচিত…।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন