Advertisment
Presenting Partner
Desktop GIF

Tollywood Protest Rally: শহরে মহামিছিল, থিকথিকে ভিড়, ট্র্যাফিক জ্যামে আটকেই তিলোত্তমার বিচারের দাবিতে সৃজিত-জিতুরা

Tollywood Protest Rally: তিলোত্তমার বিচারের দাবিতে রবিবার সারা শহর জুড়ে মিছিল। শুধু তাই নয়, এই মিছিলে যোগ দেবেন অনেকেই। পাশাপাশি, এমনও আছেন যারা এই প্রচণ্ড ভিড়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও একটুও শব্দ করছেন না।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Kolkata maha michil, rally protest tollywood actors find it go on situation for justice

আজকের মহামিছিলে অভিনেতারা...

Tollywood Protest Rally: শহরে আজ মহামিছিল। কলকাতার রাজপথে নানা জায়গা থেকে অভয়ার বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন বেশিরভাগ। আজ শহরের নানা জায়গায়, প্রতিবাদের সুর। থামছে না কলরব। বিচার চাই স্লোগান চেয়ে দাবি তুলেছেন তারা। আইনজীবী থেকে সাধারণ মানুষ, ডাক্তাররা প্রতিবাদ করতে নেমেছেন।

Advertisment

কিন্তু, শহরে এত যানজট, এত ভিড়, তারপরেও মানুষ একটুও টু শব্দ করছেন না। ভিড় থিকথিক করছে সর্বত্র। কোনওদিন রেল অবরোধ তো কোনওদিন রাস্তায় প্রচণ্ড জ্যাম। কিন্তু মানুষ একটুও রেগে যাচ্ছেন না। বরং, তারাও গলা মেলাচ্ছেন। ট্রাম বাস থেকেও তারা সুর চড়িয়েছেন প্রতিবাদের। আর এসবটাই নজর এড়ায়নি অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের। তিনি সমাজ মাধ্যমে লিখছেন...

"আগে কোনও র‍্যালির জন্যে রাস্তায়ে আটকে গেলে মেজাজ খারাপ হয়ে যেত, সে যে কোনও পার্টির হোক না কেন। এই প্রথমবার কোনও অবরোধের জন্যে আটকে গেলে খারাপ লাগছে না। মিছিলের জন্যে জ্যাম ভাল লাগছে ।" অন্যদিকে ঠিক একই মত পোষণ করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তিনিও একই চিত্র দেখেছেন সারা শহর জুড়ে। সৃজিত যে পোস্টটি শেয়ার করেছেন, তাতে ঠিক এমনটাই লেখা...

"সামনে দিয়ে হেঁটে যাচ্ছে একটা লম্বা মিছিল। মিনিট পনেরো হয়ে গ্যাছে বাইক নিয়ে একদম সিগন্যালের সামনের দিকে দাঁড়িয়ে আছি। পিছনের দিকে তাকিয়ে দেখলাম প্রায় শ-পাঁচেক গাড়ি। আশেপাশে বাইকের সংখ্যা অগুণতি। লম্বা মিছিল শেষ হওয়ার নাম নেই। আশ্চর্য্যের ব্যাপার বাস, গাড়ি, বাইক থেকে কেউ টুঁ শব্দটা অবধি করছে না। কেউ বিরক্তি প্রকাশ করে হর্ণ মারছে না। কেউ চুঁ চা করছে না। চ্যাঁচাচ্ছে না। সব্বাই চুপ করে মিছিলের দিকে এক নজরে তাকিয়ে আছে নিজ নিজ বাহন থেকে। গমগম করছে একটাই স্লোগান, 'উই ওয়ান্ট জাস্টিস'।"

আরও পড়ুন 'দেশের বিচার ব্যবস্থায় একজন মহিলাকে খুব দরকার...', ইন্ডাস্ট্রিতে যৌণ হেনস্থা প্রসঙ্গে অকপট রাইমা

অন্যদিকে রয়েছেন জিতু কামাল। তিনিও প্রতিবাদ করেছেন প্রথম দিন থেকেই। নানা কিছু পোস্ট করছেন। আর এবার তিনি একটি ছবি শেয়ার করেছেন। একজনকে লিডার ভেবেচিন্তে নির্বাচন করুন। নয়তো, নিজের দেশ পাড়া ক্লাব সোসাইটি পরিবারকে নেতৃত্ব দিতে নিজে থেকেই এগিয়ে আসুন।"

আজ কারা কারা রয়েছেন এই মিছিলে?

মুখ্যভাগে দেখা গেল স্বস্তিকা মুখোপাধ্যায়, উযশী চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, বাদশা মৈত্র আরও অনেককেই। 

RG Kar Medical College Jeetu Kamal srijit mukherjee
Advertisment