Advertisment
Presenting Partner
Desktop GIF

ভয়ঙ্কর গরমে প্রাণ ওষ্ঠাগত! 'আসুন লেকে জঙ্গল বানাই', আর্জি লোপামুদ্রার, ট্যাগ মেয়রকেও

গায়িকার ডাকে সাড়া দিলেন অনেকেই।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kolkata weather, Kolkata weather update, Kolkata summer, Lopamudra Mitra, Singer Lopamudra Mitra, Kolkata Municipality, Firhad Hakim, লোপামুদ্রা মিত্র, কলকাতার আবহাওয়া, কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গে গরম, ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভা, টলিউডের খবর

ফিরহাদ হাকিম, লোপামুদ্রা মিত্র

প্রচণ্ড গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। এক পশলা বৃষ্টির আশায় চাতক পাখির মতো দিন গুনছেন সকলেই। নিত্যদিন ৪০ ডিগ্রি তাপমাত্রাকে সঙ্গী করেই অফিস-কাছারি সারতে হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত ঘর থেক বাইরে পা রাখাই যেন দায় হয়ে পড়েছে! আর সেই মারাত্মক তাপমাত্রার জেরে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। গরমের দাপটে যখন শহরবাসীর প্রাণ ওষ্ঠাগত, তখনই দক্ষিণ কলকাতার লেক অঞ্চলকে সবুজে মুড়িয়ে দেওয়ার আর্জি জানালেন গায়িকা লোপামুদ্রা মিত্র।

Advertisment

কলকাতা পুরসভা এবং মেয়র ফিরহাদ হাকিম-সহ একাধিক শিল্পীকে ট্যাগ করে লোপামুদ্রা এক ফেসবুক পোস্ট করেছেন। সমাজ মাধ্যমের পাতায় যা বর্তমানে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। গায়িকা আদতে দক্ষিণ কলকাতার বাসিন্দা। তাই নিজের এলাকা থেকেই বৃক্ষরোপন অভিযান শুরু করতে চেয়েছেন তিনি।

লোপামুদ্রা লিখেছেন, "গরমটা কি সহ্য হচ্ছে? হবে? আমার পাড়ায় ফুটপাথের ধারে যে বড় গাছগুলো আছে, বড় বা ছোট ঝড় এলে কেউ বাঁচবে না। কারণ, শেকড় মেলার জায়গা নেই। ঘাড়ের কাছে বড় বড় বাড়ি। ডালপালার ব্যালেন্স কমে যাচ্ছে। যে গাছগুলো গতবছর ঝড়ে বা আমফান, ইয়াশে পড়ে গেছে, তাদের জায়গায় আমরা নতুন কোন গাছ বসাইনি। কিছু গাছ বসালেও তার যত্ন নিইনি। লেক, সার্দান অ্যাভনিউয়ের বিরাট অঞ্চলজুড়ে অনেক অনেক গাছ আজ আর নেই।"

এরপরই সকলের কাছে গায়িকার আর্জি, "দক্ষিণ কলকাতার লেকে কি জঙ্গল বানাতে পারি না আমরা? আমি আমার এলাকাটুকু নিয়েই আপাতত ভাবছি, স্বার্থপরের মতো। কিছু কি করা যেতে পারে? সবাই মিলে? গা বাঁচানোর আরেক নাম সহ্য। আর হচ্ছে কি?" সেই পোস্টেই কলকাতা পুরসভার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমকে ট্যাগ করেছেন তিনি। সেই ট্যাগের তালিকায় রয়েছে সৃজিত মুখোপাধ্যায়, রূপম ইসলাম, অনুপম রায়ের নামও।

Advertisment

<আরও পড়ুন: বাবা সিদ্দিকির ইফতারে ভাইরাল শাহরুখ-সলমনের কোলাকুলি, হাজির ঋতাভরীও>

এপ্রসঙ্গে সংবাদমাধ্যমকে গায়িকা জানিয়েছেন, তাঁর পোস্টে রাজনীতির কোনও গন্ধ নেই। সকলে মিলে এই সমস্যার সমাধান করা উচিত বলে তাঁর মনে হয়। পাশাপাশি তিনি এও জানান যে, করোনার সময়ে দূষণের মাত্রা কমেছিল বলে গরম অতটা পড়েনি। চার তলায় থাকেন লোপামুদ্রা। এসি ছাড়া থাকাই দায় হয়ে উঠেছে তাঁরা। এলাকায় কংক্রিটের ভিড়ে গাছপালাগুলো শাখা-প্রশাখা বিস্তার করতে পারছে না ঠিকমতো। তাই এ গরমের হাত থেকে রেহাই পেতে গেলে শহরের বিভিন্ন অঞ্চলে বৃক্ষরোপন অত্যন্ত জরুরী বলেই মনে করেন তিনি।

summer heat Lopamudra Mitra tollywood weather update Kolkata Weather tollywood news Firhad Hakim Kolkata Municipal Corporation Entertainment News
Advertisment