এক মাস আগের কথা। কলকাতার 'জোম্যাটো গার্ল' (Kolkata Zomato Girl) সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। করোনা পরিস্থিতিতে তাঁর রাত-দুপুরে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার সংগ্রামের কথা বর্তমানে অনেকেরই জানা। নাম সঙ্গীতা। বেলঘরিয়ার বাসিন্দা। পেশায় থিয়েটার অভিনেত্রী হলেও কোভিড পরিস্থিতির ফেরে তাঁকে জোম্যাটোর খাবার ডেলিভারীর চাকরি নিতে হয় পেট চালানোর জন্য। তবে এই কাজ অবশ্য সঙ্গীতার কাছে অর্থ উপার্জনের পাশাপাশি সমাজসেবাও। কারণ, অনেকেই করোনার প্রকোপে বাইরে খাবারের খোঁজে পা রাখতে পারছিলেন না। এবার বেলঘরিয়া-কন্যা সেই 'জোম্যাটো গার্ল'-ই অভিনয় করবেন বাংলা সিনেমায়। নেপথ্যে পরিচালক পাভেল (Pavel)।
Advertisment
অঙ্কুশ হাজরাকে (Ankush Hazra) নিয়ে পাভেল তাঁর আগামী ছবি 'মন খারাপ'-এর শ্যুটিং শুরু করে দিয়েছেন। যেখানে কিনা ঋদ্ধি সেন (Riddhi Sen), কৌশিক সেন, বিদীপ্তা চক্রবর্তীদের মতো অভিনেতারা রয়েছেন। আর সেই ছবিতেই দেখা যাবে থিয়েটার-কর্মী তথা কলকাতার 'জোম্যাটো গার্ল' সঙ্গীতাকে। কীরকম চরিত্রে দেখা যাবে তাঁকে? তা অবশ্য খোলসা করতে নারাজ পাভেল কিংবা সঙ্গীতার কেউই। তবে জানা গিয়েছে, 'মন খারাপ'-এ এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি।
পরিচালকের কড়া নিষেধ, গল্প ফাঁস করা যাবে না। অগত্যা সিনেমা নিয়ে মুখে কুলুর এঁটেছেন সঙ্গীতা। কিন্তু পাভেল এই সিনেমা প্রসঙ্গে এর আগে জানিয়েছিলেন, "এটা সাইকোলজিক্যাল থ্রিলার। করোনা কালে বর্তমানে মানসিক মহামারীও চলছে। যা আমরা দেখতেও পারছি না। বুঝতেও পারছি না। কমবেশি সকলেরই চিকিৎসকের সাহায্য নিচ্ছেন। আর সিনেমায় সেসব মানসিক সমস্যার কথাই তুলে ধরা হবে।" অঙ্কুশকে দেখা যাবে এক সাইকোলজিস্টের ভূমিকায়। তা ঋদ্ধি-অঙ্কুশ-পাভেলদের টিমে 'জোম্যাটো গার্ল'কে কোন অবতারে দেখা যাবে? তা জানতে অবশ্য ছবি মুক্তি অবধি অপেক্ষা তো করতেই হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন