I stand for Jamia: রবিবার ১৫ ডিসেম্বর, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদরত ছাত্রছাত্রী ও দিল্লি পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সরব হয়েছেন চলচ্চিত্র জগতের অনেকেই। অলঙ্কৃতা শ্রীবাস্তব, যিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন লিপস্টিক আন্ডার মাই বোরখা ছবি দিয়ে, অত্যন্ত নিন্দা করেছেন এই ঘটনায় পুলিশের ভূমিকাকে। বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন ছাত্রী একের পর এক টুইটে সমর্থন জানিয়েছেন প্রতিবাদরত ছাত্রছাত্রীদের। একই সঙ্গে ঘটনার তীব্র নিন্দা করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর ও পরিচালক-অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা।
অলঙ্কৃতা টুইট করে জানান, ''আমি জামিয়া-তে পড়াশোনা করেছি। ওখানেই আমি ফিল্মমেকিংয়ের পাঠ নিয়েছি, আমার জীবনের সবচেয়ে প্রিয় বন্ধুদের পেয়েছি ওখানেই। একটা সময় যখন আমি নিজেকে নিয়ে সংশয়ে থাকতাম, জীবনের পথে কীভাবে এগোব, সেই ভাবনায় জর্জরিত থাকতাম, তখন ওখানেই আশার আলো দেখেছিলাম, অনুপ্রেরণা পেয়েছিলাম। কিন্তু আজ আমার ভিতরটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে ক্যাম্পাসে আক্রান্ত ছাত্রছাত্রীদের জন্য। যা ঘটেছে তা শুধু নিষ্ঠুর নয়, অন্যায়। জামিয়ার অসমসাহসী ছাত্রছাত্রীদের সঙ্গে আমি আছি। যারা আহত হয়েছে, যারা মৃত্যুর সঙ্গে লড়াই করছে এই মুহূর্তে, তাদের সকলের জন্য আমি প্রার্থনা করছি।''
আরও পড়ুন: জাতীয় পুরস্কার নয়, অনুষ্ঠান বয়কট করেছি: সুপ্রিয় সেন
অলঙ্কৃতার মতোই টুইটারে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কঙ্কনা সেনশর্মা ও স্বরা ভাস্কর। স্বরা লেখেন, ''দিল্লির জামিয়া-তে টিয়ার গ্যাস ছড়ানো হচ্ছে, ক্যাম্পাসে যে হিংস্র কার্যকলাপের খবর আসছে তাতে স্তম্ভিত হচ্ছি। ছাত্রছাত্রীরা কি অপরাধী, তাদের হোস্টেলে টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে কেন? যা ঘটছে তা অত্যন্ত লজ্জাজনক।'' কঙ্কনাও এই ঘটনায় দিল্লি পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করেছেন। তিনি লেখেন, ''আমরা ছাত্রছাত্রীদের পাশে আছি। দিল্লি পুলিশকে বলছি, লজ্জা হওয়া উচিত।''
মুলক ও আর্টিকল ফিফটিন-এর পরিচালক অনুভব সিনহা টুইটে লেখেন, ''যখন কারও কাছে কোনো প্রশ্নের উত্তর থাকে না, ছাত্ররাই উত্তরের সন্ধান দেয়। সারা পৃথিবীর ইতিহাসের দিকে একবার ফিরে দেখুন।'' রাজকুমার রাও তাঁর টুইটার হ্যান্ডল লেখেন, ''ছাত্রদের প্রতি পুলিশের এই হিংসাত্মক আচরণের তীব্র প্রতিবাদ করছি। যে কোনও গণতান্ত্রিক রাষ্ট্রেই নাগরিকদের অধিকার রয়েছে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার। হিংসার মাধ্যমে কোনও সমাধান সূত্র মেলে না।''