ছবি মুক্তিতে এখনও সাত দিনের অপেক্ষা। কিন্তু বিনোদন প্রিয় বাঙালির উৎসাহে ক্লান্তি থাকতে নেই। তাই তো এতদিন আগেই শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম বুকিং। কথা হচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা দাসের ছবি 'কণ্ঠ' নিয়ে। তবে শুধুমাত্র নবীনা সিনেমায় শুরু হল 'কণ্ঠ'র বুকিং।
নবীনা সিনেমায় শুরু হল 'কণ্ঠ'র বুকিং।
শিবপ্রসাদ-নন্দিতার ছবি মানেই সিনেমাহল হাউসফুল, ৫০-১০০ এমনকী ২০০ দিনও পার করে যেতে পারে। সেখানে অগ্রিম বুকিংয়ের খবরে অবাক হওয়ার মতো কিছু আছে কি! অর্জুন পেশায় রেকিও জকি। সেখানে গলাটাই চলে যায় কর্কট রোগে। এবার সে কীকরে বাঁচার রসদ খুঁজবে এটাই ছবির উপজীব্য।
আরও পড়ুন, বছর পঁচিশ পর ছেলের সঙ্গে মঞ্চে, আবেগঘন অঞ্জন
১৯৯৯ সালে টেলিভিশনে কাজ করার সময়ে বাগযন্ত্রের ক্যানসারে আক্রান্ত বিভূতি চক্রবর্তীর সঙ্গে পরিচয় হয়েছিল শিবপ্রসাদের। তখন থেকেই ভেবেছিলেন সিনেমা তৈরি করবেন এই চরিত্রকে নিয়ে। এতদিনে বাস্তবায়িত হয়েছে তাঁর স্বপ্ন। মূলত ক্যানসার সম্পর্কে সতর্কীকরণের জন্যই তৈরি এই ছবি।
রেডিও জকির জীবনের উত্থান-পতনের গল্প বলবে ‘কণ্ঠ’। শিবপ্রসাদের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে। কণ্ঠে অভিনয় করেছেন জয়া আহসান। স্পিচ থেরাপিস্টের চরিত্রে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন, শেষ হচ্ছে কি ‘আমি সিরাজের বেগম’-সহ চারটি ধারাবাহিক?
১০ মে মুক্তি পাচ্ছে 'কণ্ঠ'। নন্দিতা রায়ের প্রথম দিকের চিত্রনাট্য এটি। ছবির জন্য অনেক রিসার্চ করতে হয়েছে। দেখা করতে হয়েছে এই সমস্ত রোগে আক্রান্ত মানুষদের সঙ্গে। আর জয়াকে তো ডাক্তারের পরামর্শও মেনে চলছে হয়েছে ছবির চরিত্রটার জন্য। কাউন্ট ডাউন শুরু, এখন অপেক্ষা কণ্ঠ কতটা জোরে ছাড়তে পারে সেটা দেখার।