TRP-Bengali Serial: বাজিমাত 'কথা'র, রোম্যান্স ইউএসপি হলেও জায়গা হারাল কোন কোন ধারাবাহিক?

Bengali Serial TRP This Week: দুই চ্যানেলের মধ্যে বিরাট লড়াই। ফুলকিকে টেক্কা দিয়ে জায়গা নিল কথা। নতুন ধারাবাহিকের কেউ জায়গা পেল? নাকি বহুদিনের পুরোনো ধারাবাহিক গুলিই জায়গা ধরে রেখেছে?

Bengali Serial TRP This Week: দুই চ্যানেলের মধ্যে বিরাট লড়াই। ফুলকিকে টেক্কা দিয়ে জায়গা নিল কথা। নতুন ধারাবাহিকের কেউ জায়গা পেল? নাকি বহুদিনের পুরোনো ধারাবাহিক গুলিই জায়গা ধরে রেখেছে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
bengali serial TRP

Bengali Serial TRP This Week: নতুন জায়গা পেল কোনও সিরিয়াল?

বাংলা সিরিয়ালের মধ্যে সবসময় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ঝলক নজরে পড়ে। দীর্ঘদিনের বেঙ্গল টপার ধারাবাহিক একদিন নিজের জায়গা হারায়। আর এবার সেই জায়গা দখল করেছে কথা এবং অগ্নিভ।

Advertisment

গোবরদেবী এবং পাচকমশাইয়ের কান্ডকীর্তি দেখে বাংলার জনগণ আপ্লুত। বিশেষ করে, অগ্নিভর জীবন বাঁচিয়ে, কথা এখন গুহ বাড়ির অ্যাপল অফ আই। 'কথা' এই সপ্তাহের বেঙ্গল টপার। তাঁদের প্রাপ্ত TRP ৭.৪। ঠিক তার পরেই রয়েছে গত সপ্তাহের এক নম্বর স্থানাধিকারী 'ফুলকি'। নিজের জায়গা হারিয়ে এবার সে দুই নম্বরে। তাদের প্রাপ্ত TRP ৬.৬। ফুলকি এক নয়, দ্বিতীয় নম্বরে রয়েছে 'গীতা এলএলবিও'।

তৃতীয় স্থানে রয়েছে 'নিম ফুলের মধু'। পর্না আবার একবার বিয়ের পিঁড়িতে। গল্প অন্যদিকে মোড় নিয়েছে। এই সিরিয়ালের প্রাপ্ত TRP ৬.৩। চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'উড়ান'। যদিও ধারাবাহিকটি বেশিদিন হয়নি, তাও দর্শকদের এমন জায়গা করে নিয়েছে, সেকথা পরিষ্কার। পঞ্চম স্থানে রয়েছে 'কোন গোপনে মন ভেসেছে'। বেশ অনেকদিন ধরেই, প্রথম পাঁচ এর মধ্যে রয়েছে এই ধারাবাহিক। উড়ানের প্রাপ্ত TRP ৬.২।

Advertisment

আরও পড়ুন  -  Shabana Azmi: 'আমাদের পিতৃতন্ত্র ভেঙে ফেলা উচিত...', আর জি করের জঘন্য কাণ্ডে বিস্ফোরক শাবানা আজমি

ষষ্ঠ স্থানে রয়েছে স্টার জলসার দুটি নতুন শুরু হওয়া ধারাবাহিক। 'শুভ বিবাহ' এবং 'রোশনাই'। তেজ এবং সুধার সম্পর্কের ধাঁচ পাল্টাচ্ছে। দর্শকদের বেশ পছন্দ হয়েছে এই নতুন জুটিকে। এই দুটি ধারাবাহিকের প্রাপ্ত রেটিং, ৫.৮। কমেছে 'জগদ্ধাত্রী' ধারাবাহিকের রেটিং। অনেকদিন এই সিরিয়াল মানুষের মনে জায়গা করে নিয়েছিল। কিন্তু, এখন সপ্তমে চলে গিয়েছে এই সিরিয়াল। রেটিং ৫.৭।

এছাড়াও, একদম শেষ তিনটি স্থানে রয়েছে 'বধূয়া', 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' এবং 'মিঠিঝোরা'। নতুন ধারাবিকের মধ্যে যেগুলি শুরু হয়েছে সেগুলোর এখনও দেখা নেই। 'কাজল নদীর জলে' এবং 'অমর সঙ্গী' দুপুরের স্লটে রাখা হয়েছে।

 

Bengali Serial entertainment Entertainment News Tollywood Shooting tollywood news Bengali serial TRP Entertainment News Today