Advertisment

Shabana Azmi: 'আমাদের পিতৃতন্ত্র ভেঙে ফেলা উচিত...', আর জি করের জঘন্য কাণ্ডে বিস্ফোরক শাবানা আজমি

Shabana Azmi on RG Kar Incident: মেয়েদের সঙ্গে অন্যায় হয়ে আসছে প্রতিনিয়ত। শাবানা জানালেন, ২০১২ সালে বিচারপতি বিশেষ ব্যবস্থা নিয়েছিলেন নির্ভয়া কান্ডের জন্য। তাও, জঘন্য কাজ কমেনি দেখে অস্বস্তিতে তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
shabana-azmi

Shabana Azmi on Kolkata Doctor Rape and Murder Case: আজও কমেনি মেয়েদের সঙ্গে অন্যায়, যা বললেন শাবানা

 Shabana Azmi on RG Kar Incident: আর জি কর কান্ডের পর তোলপাড় রাজ্য থেকে দেশ। দিল্লির নির্ভয়া কান্ডের পর, এতগুলো বছর পেরিয়ে গেল কিন্তু কিছুই যেন বদলে গেল না। আজও মেয়েরা অসুরক্ষিত। এতবছর পর, সেই চেনা চিত্র। কিন্তু, বাংলার মানুষ যেভাবে নারীদের সুরক্ষায় আন্দোলন করতে শুরু করেছেন সেটি দেখার মত।

Advertisment

তারকা থেকে আইনজীবী, সাধারণ মানুষ সকলেই পথে নেমেছেন। বহুদিন ধরেই আওয়াজ তুলেছিলেন অনেক তারকারা। বলিউডের তরফেও দেখা গিয়েছিল প্রতিবাদ। আয়ুষ্মান খুরানা থেকে আলিয়া ভাট, নিজেদের মতো করে প্রতিবাদ করেন। আর এবার মুখ খুললেন শাবানা আজমি। 

কী বলছেন শাবানা?

তিনি বলেন, "এ ধরনের ঘটনা অত্যন্ত বিপজ্জনক। ২০১২ সালে নির্ভয়া মামলার সময় বিচারপতি ভার্মা কমিটি গঠন করা সত্ত্বেও এই ধরনের জঘন্য কাজ কমেনি দেখে অস্বস্তি লাগছে। নারীকে পণ্য হিসেবে গণ্য করা উচিত নয়। আমাদের পিতৃতন্ত্র ভেঙে ফেলা দরকার, যা আমাদের মধ্যে গভীরভাবে প্রোথিত।"  

ঘটনা নজর এড়ায়নি খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। তিনি জানিয়েছেন, যে হতাশা এবং আতঙ্ক ঘিরে ধরেছে তাঁকে। দেশকে নারীদের প্রতি হওয়া বিকৃত শোষণের বিরুদ্ধে তিনি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন  -  Mir: 'যাদের মেরুদন্ড ছিল না...', মেয়েকে দিল্লি পাঠানোর আগে সতর্ক করেছিলেন, এখন কলকাতায় ভয়ে ত্রস্ত মীর

"যারা এই ধরনের মতামত ভাগ করে নেয় তারা আরও এগিয়ে যায় এবং নারীকে একটি বস্তু হিসাবে দেখে... আমাদের মেয়েদের ভয় থেকে মুক্তি পাওয়ার পথে বাধা দূর করার দায়িত্ব আমাদের।  চিকিৎসক ও সাধারণ মানুষ যখন প্রতিবাদ করছেন, তখনও অপরাধীরা অন্যত্র ঘুরে বেড়াচ্ছে" 

উল্লেখ্য, আজ অনেকগুলো দিন পার। কিন্তু অন্যায়ের ন্যায় বিচার আজও আসেনি। মেয়েদের সঙ্গে হওয়া অবিচারের শাস্তি হওয়া উচিৎ কঠোর, এমনটাই বলতে শোনা গিয়েছে বেশীরভাগকে। এমনও শোনা যাচ্ছে, আগে বাংলা এই সময় পুজোর অপেক্ষা করত, এখন বিচারের অপেক্ষা করছে।

RGKar medical college & hospital Shabana Azmi entertainment Entertainment News
Advertisment