তারকারা কত কাণ্ডই না করেন। নিজের সমাজ মাধ্যমে নানা ভিডিও ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। টলিউডে যাদের সবসময়ই একটু বাঁকা চোখে দেখা হয় তাঁদের মধ্যে বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায় অন্যতম। শুধু তাই নয়, তাঁরা যাই করেন না কেন, তাঁদের নিয়ে শোরগোল পড়ে যায়।
শেষ কিছুদিন ধরে তাঁরা দুজনে আফ্রিকা ভ্রমণের নানা চিত্র তুলে ধরেছেন। ছোটখাটো রুম টুর হোক কিংবা মাসাই ড্যান্স, তাঁদের দুজনের এই ট্রিপ যে বাকেট লিস্টে ছিল, সেকথা তাঁরা নিজেরাই জানিয়েছেন। এমনকি অভিনেত্রী বারবার সেই কথাই বলছিলেন, যে অসাধারণ কিছু অনুভূতির জন্ম নিয়েছে এই ট্রিপে গিয়ে। তারপর? আজ তিনি এবং তাঁর প্রেমিক বনি যেভাবে জন্তুদের সামনে নাচলেন, তাতে অবাক হতে হয়।
চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বন্য পশু। তাঁদের সাক্ষী রেখেই নিজেদের নাচ দেখালেন বনি এবং কৌশানি। ভুল ভুলাইয়া গানে নেচে কাঁপিয়ে দিলেন তাঁরা। যদিও বা বনিকে দেখে বোঝাই যাচ্ছে একরকম জোর করে তাঁকে দিয়ে এই কাজ করানো হয়েছে। অভিনেত্রী নিজের সমাজ মাধ্যমে সেই ভিডিও শেয়ার করেই লিখলেন, ট্রেন্ডের সঙ্গে চলতেই হবে।
আরও পড়ুন - Paoli Dam : 'নতুনদের আরও বেশি সুযোগ দিতে হবে', IFFI-র মঞ্চে 'ছাদ' সমাদৃত হতেই বললেন পাওলি
কিন্তু, এই দৃশ্য দেখে হেসে খুন একদল। চূড়ান্ত ট্রোল হলেন তাঁরা। কেউ কেউ তো খোরাকের সুরে প্রশ্ন করে বসলেন। এমন প্রশ্ন করলেন, যার উত্তর দেওয়া সম্ভব না। কেউ বললেন, আমি জানি আপনি বনিকে কিভাবে এটার জন্য রাজি করিয়েছেন। কিন্তু এটা কী? আবার কেউ বললেন, কোনও সেন্স আছে? এইসব লোকজনদের জন্যই ভোজপুরি স্টাররা এগিয়ে যাচ্ছে, আর আপনারা পারছেন না। আবার কেউ বলছেন, এই নাচটা যদি বাঘের সামনে হত, তাহলে বোধহয় খুব ভাল হতো।
কিন্তু, সমাজ মাধ্যম যখন সেখানে কিছু ভাল কমেন্ট তো থাকবেই। তাঁদের কেউ কেউ ভালবাসা দিলেন। কেউ বললেন, আপনাদের নিজেদের গানে এই নাচ করলে আরও বোধহয় ভাল হতো। একদিকে, কৌশানি যেমন নিজের শেষ ছবি বহুরুপীর কারণে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তেমনই তিনি বর্তমানে নিজেকে নতুন রোলের জন্য তৈরি করতে প্রস্তুত।
যদিও, এর আগে আবার প্রলয় সিরিজে মোহিনী মা হিসেবেও তাঁকে দারুণ মানিয়েছিল। অন্যদিকে, আসন্ন তাঁকে কী ধরনের চরিত্রে দেখা যেতে পারে, সেই নিয়েও আলোচনা।