Dance Bangla Dance: কাঞ্চনের স্কার্ট মুখে নিয়ে উদ্দাম নাচ কৌশানীর, রিয়্যালিটি শোয়ের মঞ্চে এ কী কাণ্ড! দেখুন ভিডিও

Kanchan-Koushani DBD: কাঞ্চন মল্লিকের জমজমাট নাচে ডান্স বাংলা ডান্সের মঞ্চ জমজমাট। অভিনেতার স্কার্টের কুঁচি মুখে নিয়ে মঞ্চ মাতান কৌশানী। দেখুন সেই ভিডিও।

Kanchan-Koushani DBD: কাঞ্চন মল্লিকের জমজমাট নাচে ডান্স বাংলা ডান্সের মঞ্চ জমজমাট। অভিনেতার স্কার্টের কুঁচি মুখে নিয়ে মঞ্চ মাতান কৌশানী। দেখুন সেই ভিডিও।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
কাঞ্চন-কৌশানীর নাচ

কাঞ্চন-কৌশানীর নাচ

Dance Bangla Dance special episode: জি বাংলার অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্স। খুদে নৃত্যশিল্পীদের পারফরম্যান্স দেখার জন্য ঘড়ির কাঁটার নির্দিষ্ট সময় অনুযায়ী টেলিভিশনের সামনে বসে পড়েন শোয়ের দর্শক। বিশেষ অতিথি হিসেবে স্পেশাল এপিসোডে প্রায়ই মঞ্চে আসেন বিশিষ্ট সেলেবরা। নাচে-গানে জমজমাট হয়ে ওঠে শনি-রবির রাত। উইকএন্ডের লেটেস্ট এপিসোডেও রয়েছে সেই দৃষ্টান্ত। কাঞ্চন মল্লিকের জমজমাট নাচে ডান্স বাংলা ডান্সের মঞ্চ জমজমাট। সঙ্গী প্রতিযোগী থেকে বিচারক কৌশানী মুখোপাধ্যায়। সকলের নজর কেড়েছে কাঞ্চনের সাজসজ্জা। পরণে শার্ট, ব্লেজার জমকালো ডিজাইনের স্কার্ট আর পায়ে স্নিকার। খুদে প্রতিযোগী তো কাঞ্চনের স্কার্ট ধরেই নাচতে শুরু করে। বাদ যাননি কৌশানীও। অভিনেতার স্কার্টের কুঁচি মুখে নিয়ে মঞ্চ মাতান অভিনেত্রী। 

Advertisment

সিনেমার পর্দায় কাঞ্চন মল্লিকের উপস্থিতি যেমন দর্শকের মনে মুখে হাসি ফোটায়, রিয়্যালিটি শোয়ের মঞ্চেও ধরা পড়ল সেই একই দৃশ্য।  সিনিয়র অভিনেতা কাঞ্চনের সঙ্গে পারফর্ম করার সুযোগ পেয়ে আপ্লুত খুদে প্রতিযোগী। ডান্স বাংলা ডান্সের মঞ্চে ক্যামেরার পিছনের মজার মুহূর্তগুলো চ্যানেলের তরফে শেয়ার করা হয়েছে। কাঞ্চন ছাড়াও রিয়্যালিটি শোয়ের উইকএন্ড স্পেশাল এপিসোডের বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিশ্বনাথ বসুও। আপাদ মস্তক সাদা পোশাকে রিয়্যালিটি শোয়ে তাঁর পারফরম্যান্স দেখে মঞ্চে উপস্থিত সকলে একেবারে হেসে খুন। 

Advertisment

আরও পড়ুন জন্মদিনের আগেই 'সন্তান'-এর মুখদর্শন, বাবা-বনির সঙ্গে আনন্দ উদযাপন কৌশানীর

জি বাংলার এই পপুলার শোয়ে অংশগ্রহণের সুযোগ পেয়ে আপ্লুত অভিনেতা। রিয়্যালিটি শোয়ের মঞ্চে নৃত্য পরিবেশনের চ্যালেঞ্জ গ্রহণ করা খুব একটা সহজ বিষয় নয় সেটাও প্রকাশ্যে বলেছেন অভিনেতা। একইসঙ্গে আরও একটি বিষয় স্পষ্ট করেছেন, অভিনেতা হিসেবে যে কোনও চ্যালেঞ্জ গ্রহণের জন্য সদা প্রস্তুত থাকাটাই কাম্য। ডান্স বাংলা ডান্সের মঞ্চে কাজী নজরুল ইসলামের ভূমিকায় বিশিষ্ট অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। সপ্তাহান্তে নাচের মঞ্চে থাকছেন আরও এক জনপ্রিয় অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায়। সকলের উপস্থিতিতে নাচে-গানে জমজমাট উইকএন্ড যে ডান্স বাংলা ডান্সের দর্শক চেটেপুটে উপভোগ করবে সে কথা বলার অবকাশই নেই। 

আরও পড়ুন আলুর পকোড়া বানাচ্ছেন 'শেফ' কাঞ্চন, আচমকা কেঁদে উঠল ছোট্ট কৃষিভ! শ্রীময়ী বললেন...

Bengali Cinema Bengali Actor Bengali Actress Bengali Television reality show Koushani Mukherjee Kanchan Mullick Dance Bangla Dance