Advertisment

Koushani-Parambrata: 'বহুরূপী' -র পর সৃজিতের হেমলক সোসাইটিতে? পরমব্রতর নায়িকা হচ্ছেন কৌশানী?

Koushani Mukherjee: সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি হেমলক সোসাইটির সিক্যুয়েল। শোনা যাচ্ছে, এই ছবিতে পরমব্রতর বিপরীতে থাকতে পারেন গ্ল্যাম ডল কৌশানী মুখোপাধ্যায়।

author-image
Kasturi Kundu
New Update
 'বহুরূপী'-র পর সৃজিতের হেমলক সোসাইটিতে? পরমব্রতর নায়িকা হচ্ছেন কৌশানী?

পরমব্রতর নায়িকা হচ্ছেন কৌশানী?

Koushani-Parambrata-Srijit: একটা সময় বাংলার মূল ধারার বাণিজ্যিক ছবিতেই তাঁকে দেখা যেত। রোম্যান্টিক বা রমকম ছবির নায়িকা হিসেবেই দর্শকের দরবারে পরিচিত ছিলেন। কিন্তু, ২০২৪-এর 'বহুরূপী' যেন সেই মুখোশটা একেবারে চেনে খুলে দিল। হ্যাঁ, তিনি নান আদার দ্যান বং বিউটি কৌশানী মুখোপাধ্যায়। শিবপ্রসাদ-নন্দিতার 'বহুরূপী' যে কৌশানীকে রাতারাতি স্টার বানিয়েছে সে কথা কিন্তু, অস্বীকার করার উপায় নেই।

Advertisment

শুধু অভিনয়ই নয়, কৌশানীর 'ডাকাতিয়া বাঁশি'-তে মজে জেন ওয়াই। এই ছবিতে অভিনয়ের পর একলাফে জনপ্রিয়তার গ্রাফও হয়েছে ঊর্ধমুখী কৌশানীর। ইন্ডাস্ট্রির কানাঘুষো শিবপ্রসাদ-নন্দিতার পর এবার সৃজিত মুখোপাধ্যায়ের ছবির নায়িকা হতে চলেছেন কৌশানী। 

Advertisment

হেমলক সোসাইটির সিক্যুয়েলে পরমব্রতর সঙ্গে দেখা যেতে পারে বনির 'প্রিয়তমা'- কে। প্রসঙ্গত, ছকভাঙা চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়ছেন অনেকেই।  সিনেসমালোচকদেরও কাছেও প্রশংসিত। সেই তালিকার নয়া সংযোজন কৌশানী মুখোপাধ্যায়।

রাজ চক্রবর্তীর ওয়েব সিরিজ আবার প্রলয়-এ কৌশানীর দুরন্ত পারফরম্যান্স সকলকে ভরপুর বিনোদন দিয়েছিল। এরপর 'বহুরূপী'-তে ছক্কা হাঁকিয়েছেন। এখন অপেক্ষা পরমব্রতর নায়িকা হয়ে কোন কামাল করেন কৌশানী?

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, চুমুর গেঁড়োয় সৃজিতের হেমলক সোসাইটির সিক্যুয়েল। মিমি চক্রবর্তীর কাছে সৃজিত প্রস্তাব নিয়ে গেলে তিনি নাকি রাজি হন। কিন্তু, চুম্বন দৃশ্য শুনে ছিটকে গিয়েছেন মিমি। এরপরই ছবির প্রস্তাব নিয়ে কৌশানীর দ্বারস্থ হন পরিচালক। প্রথমে চুমু নিয়ে খানিক আপত্তি থাকলেও কৌশানী নাকি সৃজিতকে হ্যাঁ বলেছেন। 

টলিপাড়ায় কান পাতলে আপাতত এমনটাই শোনা যাচ্ছে। সৃজিত মুখোপাধ্যায়ের হেমলক সোসাইটি-তে আনন্দ কর ওরফে পরমব্রতর সঙ্গে জুটি বেঁধেছিলেন কোয়েল মল্লিক। এই মুহূর্তে সদ্যোজাত সন্তানকে নিয়ে ব্যস্ত অভিনেত্রী। সেই জন্যই নতুন মুখের খোঁজে হন্যে হয়ে ঘুরতে হয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে। বড় পর্দায় পরমব্রত-কৌশানী জুটিকে শেষ পর্যন্ত দেখার সৌভাগ্য হয় কিনা তারই অপেক্ষায় বাংলা ছবির দর্শক। 

Srijit Mukherji Bengali Cinema Bengali Actor Bengali Actress Bengali Film Parambrata Chatterjee Koushani Mukherjee Bengali Film Industry
Advertisment