/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/ujaan-koushik-1.jpg)
প্রথমবার একসঙ্গে পিতা-পুত্র।
অভিনয় করেছেন সবে মাত্র একটি ছবিতে। তার জন্যেই প্রশংসার বন্যা গিয়েছে ইতিমধ্যেই। এবার বাবার হাত ধরে বড়পর্দায় আসছেন এই অভিনেতা। তিনি উজান গঙ্গোপাধ্যায়। তবে শুধুমাত্র প্রথমবার উজানের নয়, কৌশিকেরও। কারণ এই প্রথমবার শিবপ্রসাদ-নন্দিতার প্রযোজনা সংস্থার ব্যানারে ছবি তৈরি করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবির নাম ‘লক্ষ্মী ছেলে’।
সংস্থার তরফে নন্দনে ঘোষণা করা হল এই ছবির।তার সঙ্গে মুক্তি পেল ছবির ফার্স্টলুক। তবে উজানের ক্ষেত্রে এটা প্রথমবার নয়। তাঁর ডেবিউ ছবি 'রসগোল্লা'-রও প্রযোজক শিবু-নন্দিতা।তরুণ প্রজন্মকে নিয়ে গল্প বাঁধছেন পরিচালক। এ প্রজন্মের তরুণ মানেই সে খারাপ, উদাসীন। যা কিছু ভাল সব আগের। এই ধারণাকেই ভাঙতে চলেছেন কৌশিক।
'Lokhhi Chhele' coming soon...
Father-Son duo coming together for the first time.
Direction: Kaushik Ganguly
Lead Role: Ujaan Ganguly#LokhhiChhele@KGunedited#UjaanGanguly@nanditawindows@shibumukherjeepic.twitter.com/4FmjvS55a8— Windows Production (@WindowsNs) July 1, 2019
আরও পড়ুন, অঞ্জন দত্তের পরিচালনায় ‘শ্রীকান্ত’, ফের ডবল ছবি পর্দায়
এদিন নন্দনে শিবপ্রসাদ জানান, তারা উজানের দ্বিতীয় অভিভাবক। কারণ উজানের প্রথম ছবি তাদের প্রযোজনা সংস্থার অধীন। তবে কৌশিকের বক্তব্য, ছেলের জন্য চিত্রনাট্য লিখতে গিয়ে তাঁকে একটু বেশিই পরিশ্রম করতে হয়েছে। এবার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি অভিনেতা উজান গঙ্গোপাধ্যায়।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/lokkhi-chhele.jpg)
এ বছরের অগাস্ট থেকেই শুরু হবে ছবির শুটিং। ২০২০-র জানুয়ারীতে মুক্তি পেতে পারে লক্ষ্মী ছেলে। তবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকের সঙ্গে যে সব প্রযোজক কাজ করতে চাইবেন একথা বারবার জানিয়ে দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়।