এই মুহূর্তে বাংলা টেলিভিশনের টিআরপি তালিকা বেশ জমজমাট। একগুচ্ছ সোশ্যাল ড্রামা খুবই ভাল ফল করছে ১৫+ আরবান রেটিংয়ের নিরিখে। শুধু তাই নয়, নতুন শুরু হওয়া ধারাবাহিক 'ত্রিনয়নী' এক মাসের মধ্যেই জায়গা করে নিয়েছে সেরা দশ তালিকার পঞ্চম স্থানে।
শ্রুতি দাস ও গৌরব রায়চৌধুরীর জুটি যে দর্শকের পছন্দ হয়েছে খুবই, সেটা রেটিং থেকেই স্পষ্ট। তবে এই ধারাবাহিকের ইউএসপি অবশ্যই গল্প। নায়িকার প্রিমনিশন, নায়কের পরিবারে ষড়যন্ত্র এবং নায়কের প্রাণ বাঁচাতে নায়িকার প্রাণপণ চেষ্টা, সব কিছু মিলিয়ে বেশ জমে উঠেছে সিরিয়াল। তাই রেটিংয়ের নিরিখে খুব অল্প সময়ের মধ্যেই উঠে এসেছে উপরের দিকে।
আরও পড়ুন: বাংলা ছবির গর্ব মধুরা, এবার পাড়ি ‘কান’-এ
তবে সেরা পাঁচে এলেও এখনই সেরা তিনে আসাটা একটু মুশকিল কারণ সেরার সেরা 'কৃষ্ণকলি' (১২.১), দ্বিতীয় সেরা 'করুণাময়ী রাণী রাসমণি' (১১.৪) ও তৃতীয় সেরা 'জয় বাবা লোকনাথ' (৮.৯) কে টপকে যাওয়া খুব একটা সহজ নয়। 'ত্রিনয়নী' (৭.২) এই সপ্তাহে রয়েছে সেরা দশের চতুর্থ স্থানে।
পঞ্চম স্থানে এই সপ্তাহে একসঙ্গে রয়েছে দর্শকের তিনটি ফেভারিট ধারাবাহিক 'জয়ী', 'বকুলকথা' ও 'নকশিকাঁথা' (৬.৬) রেটিং নিয়ে। মহিলাকেন্দ্রিক এই তিন ধারাবাহিকই কিন্তু সেরা দশে রয়েছে বেশ কয়েক মাস ধরে। তবে সেরা দশের দুটি-তিনটি ধারাবাহিক রয়েছে যেগুলি আগে অনেকটা উপরের দিকে থাকলেও ইদানীং নেমে গিয়েছে পাঁচের নীচে।
আরও পড়ুন: নতুন নায়কের সঙ্গে রসায়ন কেমন, জানালেন স্বস্তিকা
আবার নতুন ধারাবাহিকগুলির মধ্যে এই সপ্তাহে বেশ ভাল অবস্থায় রয়েছে 'বিজয়িনী'। এখনও একমাস হয়নি বদলে গিয়েছে ধারাবাহিকের নায়ক-নায়িকা। বাংলা টেলিপর্দায় এমন নজির কমই রয়েছে যে একইসঙ্গে বদল ঘটেছে নায়ক-নায়িকার। তবে বদলের পরেই বাড়তে শুরু করেছে রেটিং। এই সপ্তাহে রয়েছে সেরা দশের ঠিক বাইরে, ১১ নম্বরে। আশা করা যায়, রুদ্রজিৎ ও স্বস্তিকা জুটি আরও এগিয়ে নিয়ে যাবে টিআরপি। নীচে রইল এই সপ্তাহের সেরা দশের বাকি ধারাবাহিক ও তাদের রেটিং:
ষষ্ঠ - 'দেবী চৌধুরাণী' ৬.১
সপ্তম - 'ফাগুন বউ' ও 'নেতাজি' ৫.৮
অষ্টম - কে আপন কে পর ৫.৭
নবম - 'ভানুমতীর খেল' ৪.৮
দশম - 'রানু পেল লটারি' ও 'মহাপীঠ তারাপীঠ' ৪.৫