/indian-express-bangla/media/media_files/2025/07/17/kriti-sanon-will-be-in-don-3-replaced-kiara-advani-2025-07-17-12-49-40.png)
মা হতেই কী হল কিয়ারার সঙ্গে?
Kiara Advani: গতকাল মা হয়েছেন তিনি। কন্যা সন্তান এসেছে কোল আলো করে। তাঁরপরেই কি হাতছাড়া হল বড় কিছু? কিয়ারা আদবানি নিজের জীবনের সবথেকে বড় উপহার পেয়েছেন গতকাল। কিন্তু, তাঁর কেরিয়ার থেকে অন্যতম বড় প্রোজেক্ট হাতছাড়া হল। কিছুদিন আগেই হৃতিক রোশন এবং জুনিওর এনটিআর এর সঙ্গে ওয়ার ২ ছবির ঝলকে দেখা গিয়েছে কিয়ারাকে। কথা ছিল আরেকটি বড় ছবিতেও কাজ করবেন, কিন্তু!
সিদ্ধার্থ ঘরণী বহুদিনের জনপ্রিয় ফ্রাঞ্ছাইজি ডন ছবিতে সুযোগ পেয়েছিলেন। অমিতাভ বচ্চনের জুতোয় পা গলিয়েছিলেন কিং শাহরুখ খান। আর এখন রণবীর সিং থাকছেন ডনের ভূমিকায়। যদিও, তারপর থেকে নানা আলোচনা হয়েছে। কেউ কেউ এমনও বলেছেন, ডনের ভূমিকায় রণবীরকে একেবারেই মানা যায় না। কিন্তু, এবার জানা যাচ্ছে কিয়ারার হাত থেকে নাকি ডন ফস্কে গিয়েছে। এবং সেই জায়গায় থাকতে চলেছেন কৃতি স্যানন।
রণবীর এবং কৃতি জুটিকে দেখা যাবে এই ছবিতে। প্রযোজনা সংস্থা মারফত খবর, কৃতিকে এই রোলের জন্য কাস্ট করার চিন্তাভাবনা করা হচ্ছিল। কারণ, নতুন মা কিয়ারা তিনি নাকি কাজের থেকে বেশি ব্যক্তিগত জীবন এবং মাতৃত্বকে বেছে নিয়েছেন। এবং এখনও এই ছবির শুটিং শুরু হয়নি। ছোটখাটো একটি টিজার ছাড়া সেভাবে কিছুই প্রকাশ্যে আসেনি। কিন্তু, রণবীর তারপর আরও অন্য ছবিতে কাজ করেছেন। বর্তমানে তিনি ধুরন্ধর ছবি নিয়ে খুব ব্যাস্ত।
যদিও, কৃতিকে এখন মাঝেমধ্যেই এক্সেল এন্টারটেন্মেন্ট এর অফিসের বাইরে দেখা যায়। হয়তো ছবি নিয়েই নানা আলোচনা করতে যান তিনি। যদিও, অফিসিয়াল কোনও স্টেটমেন্ট এখনও মেলেনি। তবে, রণবীরের জন্মদিনে কৃতি একটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে তিনি লিখেছিলেন, তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন তিনি। তাহলে কি এই ঘটনা সত্যিই? সে তো সময় বলবে। প্রসঙ্গে..
গতকাল মেয়ের জন্মের পর, সিদ্ধার্থ মালহোত্রা সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন। যেখানে তিনি লেখেন, "আমাদের দুনিয়া পুরো পাল্টে গেল। ঈশ্বর আমাদের এক দারুণ উপহার দিয়েছেন। আমাদের মেয়ে হয়েছে।"